হায়দরাবাদ, 6 জানুয়ারি:পুলিশি বিশ্ব, গুপ্তচর বিশ্বের রমরমা এখন বলিউডজুড়ে ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে অজয় দেবগণের 'সিংহম 3' ছবিটি ৷ ছবিতে অজয়ের কামব্যাক হতে চলেছে পুলিশ অফিসার রূপে ৷ এবার সামনে এল তাঁর আরও একটি নতুন ছবির খবর ৷ ছবির নাম 'রেইড 2' ৷ ছবিটির শুটিং শুরু হয়ে গেল শনিবার ৷
আইআরএস অফিসার অময় পট্টনায়েকের চরিত্রে এই ছবিতে অভিনয় করতে চলেছেন অজয় ৷ আয়কর বিভাগের এই পরিচিত অফিসার কীভাবে একটি রেইড করেন তাই নিয়েই তৈরি হবে ৷ নতুন এই ছবির চিত্রনাট্য আসলে আয়কর বিভাগ সম্পর্কিত একটি সত্য ঘটনা অবলম্বনে ৷
এদিন ছবিমুক্তির তারিখ সামনে আনলেন নির্মাতারা ৷ ছবিটি মুক্তি পাবে আগামী 15 নভেম্বর ৷ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক এবং কৃষ্ণ কুমার ৷ আর ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার গুপ্তা ৷ এর আগে ছবির প্রথম পর্বে দেখানো হয়েছে ঐতিহাসিক ট্যাক্স রেইডের একটি কেস ৷ আটের দশকে সর্দার ইন্দ্র সিং-এর বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ ৷ তিন দিন এবং দুই রাত ধরে চলে সেই অভিযান পর্ব ৷ আর তারপর থেকেই এই কেসটি দৃষ্টান্ত হয়ে রয়েছে ৷
এবার আরও একটি এমনই কেস নিয়ে আসতে চলেছেন নির্মাতারা ৷ 'সিংহম 3' ছবিটির শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন অজয় ৷ এছাড়া তাঁর হাতে রয়েছে 'ময়দান' ছবিটি ৷ বনি কাপুর প্রযোজিত এই ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষও ৷ এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে 'অরো মে কাঁহা দম থা' ছবিটিও ৷
আরও পড়ুুন:
- উদয়পুরে আমির কন্যার রাজকীয় বিয়ে, অনুষ্ঠান থেকে খাবারে থাকছে বিশেষ চমক
- বিমান দুর্ঘটনায় প্রাণ গেল টম ক্রুসের সতীর্থ অলিভারের, মৃত দুই কন্যাও
- 'দিল সে রে' থেকে 'জয় হো'... জন্মদিনে ফিরে দেখা রহমানের সেরা পাঁচটি গান