মুম্বই, 22 নভেম্বর:সামনে এল টাব্বু এবং অজয় দেবগণ অভিনীত ছবি 'ভোলা'-র অফিসিয়াল টিজার ৷ মঙ্গলবার নির্মাতারা জানিয়েছেন, আগামী বছর 30 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ বর্তমানে তাঁর শেষ ছবি 'দৃশ্য়ম 2' নিয়ে চর্চায় রয়েছেন অজয় ৷ তাঁর এই ছবি ইতিমধ্য়েই বক্স অফিসে বেশ ভালো আয় করতে শুরু করেছে ৷ বিজয় সালগাওকর রূপী অজয়কে যে বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের তা বলাই বাহুল্য(Bholaa Teaser Out ) ৷
দেড় মিনিটের এই টিজারে অজয়ের নতুন লুক সামনে এসেছে (Bholaa Teaser Out now )৷ এখানে তাঁকে প্রথম পর্বে দেখা গিয়েছে একজন জেলের কয়েদি হিসাবে ৷ তাঁর হাতে রয়েছে গীতা ৷ জানানো হয়েছে এই মানুষটির আসল পরিচয় কেউ জানে না ৷ তবে তাঁর চরিত্র ভয়ংকর ৷ অজয়ের এই নতুন ছবিও যে অ্যাকশন এবং স্টান্ট-এ ভরপুর হতে চলেছে তারও আভাস দেওয়া হয়েছে টিজারেই (Ajay Devgan movie Bholaa Teaser )৷ 'ভোলা' ছবিটি দক্ষিণী ছবি 'কাইথি'-র হিন্দি রিমেক। এই ছবিতে অজয়ের সঙ্গে অভিনেত্রী টাব্বুকেও দেখা যাবে ।