পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সিংহমের গর্জনে মাতোয়ারা নেটপাড়া, সলমন-শাহরুখের পর অজয়ের ছবি নিয়ে তুঙ্গে উত্তেজনা - অজয় দেবগণের প্রথম লুক

Ajay Devgan first look from Sigham Again: অজয় দেবগণের নতুন ছবি 'সিংহম এগেইন' দেখার জন্য় এখন মুখিয়ে রয়েছেন সকলেই ৷ এবার সামনে এব রোহিত শেট্টির এই ছবির নায়কের ফার্স্ট লুক ৷ মঙ্গলবার সিংহমের নতুন লুক নিয়ে হাজির নির্মাতারা ৷

Ajay Devgn shares intense first look from Sigham Again
শাহরুখের পর অজয়ের ছবি নিয়ে তুঙ্গে উত্তেজনা

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 4:34 PM IST

হায়দরাবাদ, 21 নভেম্বর:একের পর এক 'অ্যাকশন এন্টারটেইনার' ছবির হাত ধরে ফের ট্র্যাকে ফিরেছে বলিউড ৷ 'পাঠান', 'জওয়ান', 'টাইগার 3' ছবির সাফল্যের মশলাটা কিন্তু সেই একই ৷ দেশপ্রেমের গরম মশলার সঙ্গে জমজমাট অ্যাকশন ৷ বলিউডে অ্যাকশন ছবির পরিচালক হিসেবে প্রথমেই যে নামটি মাথায় আসে তিনি রোহিত শেট্টি ৷ তাঁর তৈরি কপ ইউনিভার্স বলিউডে নতুন কাল্টের জন্ম দিয়েছে ৷ এবার তিনি ফিরছেন 'সিংহম এগেইন' ছবির হাত ধরে ৷ মঙ্গলবার সেই ছবি থেকে অজয় দেবগণের প্রথম লুক নিয়ে হাজির নির্মাতারা ৷

সোশাল মিডিয়ায় সিংহমের ফার্স্ট লুক শেয়ার করে এদিন অজয় লিখেছেন, "সে বিরাট, সে শক্তির আধার, সে ভয়ংকর...আবার গর্জন করবে সিংহম ৷" বাজিরাও সিংহম, এই নির্ভীক এবং সৎ পুলিশ অফিসার সিংহের মতোই থাবা দিয়ে অন্যায়ের বুক চিরে দেয় ৷ তাকে দেখে অনেকেরই মনে পড়ে যায় ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারের কথা ৷ তার একটাই নীতি 'দুষ্টের দমন শিষ্টের পালন' ৷ ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে ছবির আগের দুই অধ্যায় ৷

এদিন পোস্টারেও অভিনেতাকে দেখানো হল শক্তির প্রতীক হিসাবে ৷ তাঁর মুখের পাশে বসিয়ে দেওয়া হল সিংহের মুখও ৷ রাগে লাল চোখ, দৃঢ় প্রতিজ্ঞ ভঙ্গি থেকেই বোঝা অজয় এবারও অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদের বার্তা দেবেন ৷ রোহিত শেট্টির এই ছবিগুলি আদ্যপান্ত কমার্শিয়াল ৷ ছবির মধ্যে প্রশাসনিক অবক্ষয় নিয়েও কিন্তু বার্তা দিতে ভোলেননি পরিচালক ৷ রাজনীতি এবং ধর্মের আড়ালে গড়ে ওঠা দুর্নীতির আতুঁড় ঘর বারবার ভেঙে দিয়েছে সিংহম ৷

এই ছবিতেও রোহিতের কপ ইউনিভার্সে যোগ দেবেন টাইগার শ্রফ, অক্ষয় কুমার, রণবীর সিং এবং করিনা কাপুরের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ সিংহমের নতুন লুক দেখে খুশি অনুরাগীরাও ৷ কেউ লিখছেন, "দুরন্ত এবং দুর্দান্ত ৷" কেউ আবার লিখেছেন, "প্রিয় অভিনেতা ৷" আবার কেউ জানতে চেয়েছেন কবে আসছে ছবির ট্রেলার?

চলতি মাসেই করিনা তাঁর লুক সামনে এনেছিলেন ৷ অবনি সিংহমের চরিত্রে তিনি কীভাবে কামব্যাক করেন তা নিয়েই উঠছে প্রশ্ন ৷ টাইগারকে দেখা যাবে ইনস্পেকটর সত্যর চরিত্রে ৷ পাশাপাশি দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে ছবিতে ৷ তাঁর চরিত্রের নাম শক্তি শেট্টি ৷ এর আগে রোহিতের 'চেন্নাই এক্সপ্রেস' ছবিতে অভিনয় করেছিলেন তিনি ৷ ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছিলেন 'সার্কাস' ছবিতেও ৷ এবার তিনি আসছেন 'সিংহম এগেইন' ছবিতেও ৷ আগামী বছর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন:

  1. কেকে মেননের সঙ্গী টোটা ! নীরজ পাণ্ডের ডাকে সাড়া দিলেন অভিনেতা
  2. জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শ্রীতমা, দর্শকের মন মাতালেন সিরিয়ালের সংলাপে

ABOUT THE AUTHOR

...view details