পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Drishyam 2 Teaser Out: এবার কনফেশন দেবে বিজয়, বলছে অজয়ের 'দৃশ্যম 2'-এর টিজার - Drishyam 2 Teaser Out

অবশেষে মুক্তি পেল অজয় দেবগণের বহুল প্রতীক্ষিত ছবি 'দৃশ্যম 2'-এর টিজার(Drishyam 2 teaser release) ৷ ছবির মুক্তি 18 নভেম্বর ৷

Drishyam 2 Teaser Out
এবার কনফেশন দেবে বিজয়, বলছে অজয়ের 'দৃষ্টিম 2'-এর টিজার

By

Published : Sep 29, 2022, 12:49 PM IST

Updated : Sep 29, 2022, 1:28 PM IST

মুম্বই,29 সেপ্টেম্বর: অবশেষে মুক্তি পেল অজয় দেবগণের বহুল প্রতীক্ষিত ছবি 'দৃশ্যম 2'-এর টিজার(Drishyam 2 teaser release) ৷ এর আগে বুধবারই অজয় ছবির একটি পোস্টার প্রকাশ করে জানিয়েছিলেন টিজার মুক্তির দিনক্ষণ ৷ এর আগে দৃশ্যম ছবিটি বেশ মন কেড়েছিল দর্শকদের ৷ বিজয় সালগাওকারের গল্প নিয়ে যথেষ্ট আগ্রহ দেখা গিয়েছিল সিনেপ্রেমীদের মধ্য়ে ৷ এবার আসছে ছবির দ্বিতীয় পর্ব(Ajay Devgan New Film) ৷

1.22 মিনিটের টিজারে ছবিটির ফার্স্ট লুকের ঝলক দেখানো হয়েছে ৷ আর অবশেষে অজয় ​​দেবগণ অর্থাৎ পর্দায় বিজয় নিজের কনফেশন দিতে চলেছেন এই গল্পে (Vijay Salgaonkar Ajay Devgan )৷ টিজারের শেষের দিকে তাঁকে বলতে দেখা যায় এটি তাঁর স্বীকারোক্তি। যা গল্প নিয়ে আগ্রহ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ৷ এই ক্রাইম থ্রিলারের গল্প কেমন হতে চেলেছে তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ তবে এ নিয়ে সন্দেহ নেই যে টানটান উত্তেজনা এবং অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি ৷

অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শ্রিয়া শরণকে (Ajay Devgan New Film Drishyam 2 )৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 18 নভেম্বর ৷ ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক । এর আগে 2015 সালে 'দৃশ্যম'-এর হিন্দি রিমেকে অভিনয় করেছিলেন অজয়, শ্রীয়া শরণ এবং তাব্বু । মালয়লম ছবিটির সঙ্গে সমানতালে জনপ্রিয়তা পেয়েছিল হিন্দি ভার্শনটি । সিনেমাহল ভরিয়ে সকলে দেখেছিলেন হিন্দি 'দৃশ্যম' । এবারও অজয়ের সঙ্গে রয়েছেন তাব্বু এবং শ্রীয়া ৷

আরও পড়ুন:ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে আসছেন যিশু কোয়েল

আসন্ন ছবি 'দৃশ্যম 2' ছাড়াও অজয় ​​দেবগণ তাঁর 'ভোলা' এবং 'থ্যাঙ্ক গড' ছবির জন্যও চর্চায় রয়েছেন । এর মধ্য়ে 'ভোলা' হল দক্ষিণী ছবি 'প্রিজনার'-এর অফিসিয়াল হিন্দি রিমেক । অন্যদিকে 'থ্যাঙ্ক গড' একটি রোমান্টিক কমেডি ড্রামা ৷ এখানে অজয় ​​দেবগন চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন । 'থ্যাঙ্ক গড' সিনেমাটিতে অজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছন সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিং।

Last Updated : Sep 29, 2022, 1:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details