পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Thank God Trailer Out: মুক্তি পেল অজয়-সিদ্ধার্থের 'থ্যাঙ্ক গড' ছবির ট্রেলার - Ajay Devgan and Sidharth Malhotra

শুক্রবার মুক্তি পেল অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি 'থ্যাঙ্ক গড'-এর ট্রেলার (Thank God trailer release)৷ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 25 অক্টোবর(Thank God is Coming Soon) ৷

Thank God Trailer Out
মুক্তি পেল অজয় সিদ্ধার্থের 'থ্যাঙ্ক গড'-এর ট্রেলার

By

Published : Sep 9, 2022, 4:29 PM IST

Updated : Sep 9, 2022, 4:53 PM IST

মুম্বই, 9 সেপ্টেম্বর:শুক্রবার মুক্তি পেল অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি 'থ্যাঙ্ক গড'-এর ট্রেলার(Thank God Trailer is Out Now) ৷ এর আগে অজয়ের শেষ ছবি 'রানওয়ে 34' সেভাবে সফলতা পায়নি বক্স অফিসে ৷ তাই এই ছবি নিয়ে ভক্তদের প্রত্যাশা এখন তুঙ্গে ৷ এর আগেই অজয় সামনে এনেছিলেন তাঁর নতুন এই ছবির পোস্টার (New Movie Thank God)৷ সেখানে তাঁকে দেখা গিয়েছিল একেবারে স্টাইলিশ পোশাকে ৷ তাঁর চেয়ারে বসে থাকার ধরণেই ফুটে উঠেছিল একটি আলাদা গাম্ভীর্য ৷ যা তাঁর চরিত্র সম্পর্কে কিছুটা আভাস দিয়েছিল আগেই (Thank God is Coming Soon)৷

পোস্টারটি শেয়ার করে অজয় লিখেছিলেন, "এই দীপাবলিতে আপনার এবং আপনার পরিবারের সঙ্গে গেম খেলতে আসছে চিত্রগুপ্ত ৷" ছবিটি প্রেক্ষাগৃহে 25 অক্টোবর মুক্তি পাবে সেকথাও জানিয়ে দিয়েছিলেন তিনি ৷ শুক্রবার ট্রেলারে গল্পের বেশ খানিকটা আভাস দিয়েছেন নির্মাতারা (Thank God Trailer Release ) ৷ তিন মিনিটের এই ট্রেলারটি বেশ সাড়া জাগিয়েছে ইতিমধ্য়েই (Ajay Sidharth New Movie Thank God) ৷

এখানে যমরাজের অধীনস্ত চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন ৷ তবে সেই চিত্রগুপ্তের পরনে রয়েছে স্যুট ৷ তিনি আধুনিক, তাই মোটেই তার হাতে কোনও জাবদা খাতা নেই ৷ ট্রেলার অনুযায়ী একটি গাড়ি দুর্ঘটনার ফলে যমদূতের দরবারে পৌঁছে যায় সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত চরিত্রটি ৷ আর তার সঙ্গে এই চিত্রগুপ্ত শুরু করেন নানান ধরণের খেলা ৷ কী হবে খেলার ফলাফল তা জানতে হলে দেখতে হবে ছবিটি ৷

আরও পড়ুন:বিবাহবিচ্ছেদ হানি সিং এর, স্ত্রী শালিনীকে খোরপোশ দিতে হবে 1 কোটি টাকা

ছবিতে অজয় সিদ্ধার্থের সঙ্গেই অভিনয় করেছেন নোরা ফতেহি, রাকুলপ্রীত সিংহরাও ৷ টি সিরিজের ব্যানারে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির পরিচালনার রয়েছেন ইন্দ্র কুমার, যিনি 'মস্তি', 'টোটাল ধামাল'-এর মতো ছবি তৈরি করেছেন । এই ছবিতেও থাকবে রোমান্টিক কমেডির মশলা ৷

Last Updated : Sep 9, 2022, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details