মুম্বই, 9 সেপ্টেম্বর:শুক্রবার মুক্তি পেল অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি 'থ্যাঙ্ক গড'-এর ট্রেলার(Thank God Trailer is Out Now) ৷ এর আগে অজয়ের শেষ ছবি 'রানওয়ে 34' সেভাবে সফলতা পায়নি বক্স অফিসে ৷ তাই এই ছবি নিয়ে ভক্তদের প্রত্যাশা এখন তুঙ্গে ৷ এর আগেই অজয় সামনে এনেছিলেন তাঁর নতুন এই ছবির পোস্টার (New Movie Thank God)৷ সেখানে তাঁকে দেখা গিয়েছিল একেবারে স্টাইলিশ পোশাকে ৷ তাঁর চেয়ারে বসে থাকার ধরণেই ফুটে উঠেছিল একটি আলাদা গাম্ভীর্য ৷ যা তাঁর চরিত্র সম্পর্কে কিছুটা আভাস দিয়েছিল আগেই (Thank God is Coming Soon)৷
পোস্টারটি শেয়ার করে অজয় লিখেছিলেন, "এই দীপাবলিতে আপনার এবং আপনার পরিবারের সঙ্গে গেম খেলতে আসছে চিত্রগুপ্ত ৷" ছবিটি প্রেক্ষাগৃহে 25 অক্টোবর মুক্তি পাবে সেকথাও জানিয়ে দিয়েছিলেন তিনি ৷ শুক্রবার ট্রেলারে গল্পের বেশ খানিকটা আভাস দিয়েছেন নির্মাতারা (Thank God Trailer Release ) ৷ তিন মিনিটের এই ট্রেলারটি বেশ সাড়া জাগিয়েছে ইতিমধ্য়েই (Ajay Sidharth New Movie Thank God) ৷