হায়দরাবাদ, 19 মে: কান ফিল্ম ফেস্টিভ্যালে তারকাদের মেলা ৷ ঝলমলে পোশাকে সেলিব্রেটিদের উপস্থিতি কেড়ে নেয় স্পটলাইট, কেড়ে নেয় নেটিজেনদের নজর ৷ প্রত্যেক বছরের মতোই এইবছরও সকলেই অপেক্ষায় ছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের রে কার্পেট লুক দেখার জন্য ৷ তিনি এলেন, পোজ দিলেন, মন জয় করে নিলেন তবে কিছু অনুরাগীর ৷ কারণ বাকিদের কাছে অ্যাশের এই পোশাক হয়ে উঠেছে হাস্যকর ৷ ফলে ট্রলড হতে বেশি সময় লাগেনি ঐশ্বর্য রাই বচ্চনের ৷
21 বছর ধরে কান-এর রেড কার্পেটে ভুবন ভোলানো হাসি ও মনমোহিনী রূপ নিয়ে নজর কেড়ে চলেছেন বচ্চন বহু ৷ কখনও প্রশংসা পেয়েছেন আবার কখনও হয়েছেন সমালোচনার শিকার ৷ 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালেও ঐশ্বর্যর লুক নিয়ে বর্তমানে চলছে জোর চর্চা ৷ কালো গাউনে রূপোলি রঙের হুডেড পোশাকে লেন্সবন্দি হন অভিনেত্রী ৷ সোফি কউচারের কালেকশন থেকে এই পোশাক বেছে নিয়েছিলেন তিনি ৷ আর তাতেই অ্যাশকে নিয়ে ছড়িয়ে পড়েছে একাধিক মিমস ৷
এক টিউটার ইউজার অ্যাশের সঙ্গে তুলনা করেছেন কোই মিল গয়া ছবির জাদুর ৷ আবার এক ইউজার অভিনেত্রীর পোশাককে অ্যালুমিনিয়াম ফয়েলের সঙ্গে তুলনা করেছেন ৷ শুধু তাই নয়, অভিনেতা শারিব হাশমি কান থেকে নিজের একটি হাস্যকর ছবি পোস্ট করেছেন, তবে সেখানে রেখেছেন একটা টুইস্ট ৷ শারিব তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি দক্ষতার সঙ্গে ঐশ্বর্যর লাল গালিচা পোশাকে নিজের মুখ পরিবর্তন করেছেন।