পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Aishwarya Gets Notice: দেননি 22 হাজার টাকা কর, নোটিশ পেলেন ঐশ্বর্য

ভূমি কর না দেওয়ায় ঐশ্বর্য রাই বচ্চনকে নোটিশ পাঠাল নাসিক জেলা প্রশাসন (Aishwarya Gets Notice)৷ সিন্নারে তাঁর 1 হেক্টর জমির জন্য 22,000 টাকা ভূমি কর দেননি অভিনেত্রী ।

Aishwarya Rai Bachchan ETV Bharat
ঐশ্বর্য রাই বচ্চন

By

Published : Jan 17, 2023, 1:22 PM IST

Updated : Jan 17, 2023, 1:43 PM IST

নাসিক, 17 জানুয়ারি:কর না দেওয়ায় বলিউডের অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan Gets Notice) নোটিশ পাঠাল মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসন ৷ তাঁর 1 হেক্টরের একটি জমির ভূমি কর না দেওয়ার জন্য বচ্চন-বধূকে নোটিশ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার একটি সূত্র জানিয়েছে (Aishwarya Gets Notice)।

1 হেক্টর জমির জন্য ভূমি কর দেননি ঐশ্বর্য

জেলার সিন্নারের থানগাঁওয়ের কাছে আদবাড়ির পাহাড়ি এলাকায় 1 হেক্টরের বেশি জমি রয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের ৷ সেই জমির জন্য ভূমি কর হিসেবে 22,000 টাকা না দেওয়ায় সোমবার তাঁকে নোটিশ পাঠিয়েছে নাসিকের জেলা প্রশাসন (Aishwarya Rai Nonpayment of tax)৷ সূত্র জানিয়েছে যে, অভিনেত্রীকে ভূমি কর পরিশোধের জন্য বারবার সুযোগ দিয়েছিল নাসিক জেলা প্রশাসন ৷ তবে তা সত্ত্বেও তিনি তাঁর জমির জন্য গোটা বছরের কর পরিশোধ করেননি ।

বছরে ভূমি কর আসে 1.11 কোটি টাকা

মার্চ মাস শেষ হওয়ার আগে কর আদায়ের বিষয়টি একশো ভাগ নিশ্চিত করার জন্যই রাজস্ব বিভাগ এই ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে । তহসিল অফিস কর পরিশোধ না করার জন্য অন্যান্য 1200 সম্পত্তির মালিককেও নোটিশ দিয়েছে । সিন্নার তহসিল রাজস্ব বিভাগ দেখেছে যে, সম্পত্তির মালিকদের থেকে ভূমি কর প্রদানের সম্পূর্ণ সম্মতি অর্জন করতে পারলে কর হিসেবে প্রতি বছর 1.11 কোটি টাকা আয় হবে ।

আরও পড়ুন:ছবি না-করেও কানে প্রতিবার ডাক পান ঐশ্বর্য, কেন জানেন ?

1200 সম্পত্তির মালিককে নোটিশ

অন্যান্য করখেলাপিদের মধ্যে রয়েছে গাম প্রাইভেট লিমিটেড, এলবি কুঞ্জির ইঞ্জিনিয়ার, আইটিসি মারাঠা লিমিটেড, এস কে শিবরাজ, হোটেল লীলা ভেঞ্চার লিমিটেড, কুক্রেজা ডেভেলপার কর্পোরেশন, রামা হ্যান্ডিক্রাফ্ট, ওপি এন্টারপ্রাইজ কোম্পানি, বিন্দু বায়ু উর্জা লিমিটেড, এয়ার কন্ট্রোল প্রাইভেট লিমিটেড, মেটকন লিমিটেড, চোটভাই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও জেঠাভাই প্যাটেল অ্যান্ড কোম্পানি ৷ এরা ছাড়াও অন্যান্য বেশ কয়েকজন সম্পত্তির মালিকের বিরুদ্ধে রাজস্ব বিভাগ নোটিশ জারি করেছে।

Last Updated : Jan 17, 2023, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details