মুম্বই, 21 এপ্রিল : হাতে হাত রেখে 15 বছর পার করে ফেললেন তারকা জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন ৷ 2007 সালে এপ্রিলের 20 তারিখে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই পরিচিত কপোতকপোতী ৷ সুখী দাম্পত্য জীবনের 15 বছর পূর্তিতে বুধবার ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন অভিষেক এবং ঐশ্বর্য (Aishwarya Abhishek on Their 15th Anniversary)৷
এদিন নিজেদের বিবাহের যে পুরোনো ছবি শেয়ার করেন এই দম্পতি ৷ আর সামনে এসেছে আংটির পড়ানোর বিশেষ মুহূর্তটি ৷ ক্লোজআপ এই ছবিতে দেখা যায় ঐশ্বর্যের আঙুলে আংটি পড়িয়ে দিচ্ছেন অভিষেক ৷ এই বিশেষ দিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বিও ৷ পোস্টের নীচে তিনি লেখেন, "এই ভালবাসা আর একে অপরের পাশে থাকা চিরকালীন..." একইভাবে বিশেষ দিনে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিপাশা বসু, নিমরাত কর-সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও ৷