হায়দরাবাদ, 19 মে: কান চলচ্চিত্র উৎসবে গত কয়েকদিন ধরেই অনুরাগীদের মন মাতাচ্ছেন বি টাউন সেলেবরা ৷ সারা আলি খান, ম্রুণাল ঠাকুর, ঈশা গুপ্তা কিংবা মানুষী চিল্লার অনুরাগীদের মন ভালোভাবেই জয় করতে পেরেছেন এই ভারতীয় সুন্দরীরা ৷ এবার তালিকায় যুক্ত হল আরও একটি নাম ৷ তিনি ঐশ্বর্য রাই বচ্চন ৷ অভিষেক পত্নী তথা প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য কান চলচ্চিত্র উৎসবে এই প্রথম লাল গালিচায় পা রাখছেন না ৷ প্রায় প্রতিবছরই তিনি কান চলচ্চিত্র উৎসবে হাজির হন ৷ এবার তাঁর সঙ্গে রয়েছে কন্যা আরাধ্যাও ৷
এবার লাল গালিচায় তাঁকে দেখা গিয়েছে সুন্দর ঝলমলে পোশাকে ৷ এই বিশেষ দিনের জন্য ঐশ্বর্য সেজে উঠেছেন কালো এবং রূপোলি হুডেড গাউনে ৷ গহনার কোনও বহর নেই ৷ খোলা চুল আর ভুবনমোহনী চাহনি দিয়ে তিনি ঘায়েল করেছেন অনুরাগীদের ৷ পুরো গাউনটি জুড়েই দেখা গিয়েছে অদ্ভুত সুন্দর কাজ ৷ এই স্পেশাল টাচ অ্যাশের পোশাকটিকে আরও কয়েক গুণ সুন্দর করে তুলেছে ৷ এই পোশাকটি এসেছে সোফি কউচারের কালেকশন থেকে ৷ তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেই পোস্ট করা হয়েছে ঐশ্বর্যর পোশাকের একটি ছবি ৷ অন্য়দিকে বিভিন্ন অনুরাগীদের তরফে ছড়িয়ে দেওয়া হয়েছে ঐশ্বর্য লাল গাালিচার এন্ট্রিও ৷