হায়দরাবাদ, 7 অক্টোবর: বলিউডের অভিনেতা শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের অন-স্ক্রিন রসায়ন সবসময়ই মন কেড়েছে দর্শকদের । ভক্তরা যখনই তাঁদের প্রিয় জুটিকে অন-স্ক্রিনে একসঙ্গে দেখার সুযোগ পান, তখনই প্রশংসার বন্যায় ভরিয়ে দেন তাঁদের ৷ সেই শুরুর ওম শান্তি ওম হোক বা সাম্প্রতিক পাঠান বা জওয়ান - সবেতেই শাহরুখ-দীপিকার জুটিকে বরণ করে নিয়েছেন দর্শকরা । সর্বশেষ অ্যাটলি পরিচালিত ব্লকবাস্টারের ক্রেজ তো এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁদের ভক্তরা ৷ তা স্পষ্ট হল জওয়ানে শাহরুখ ও দীপিকার চরিত্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবতার ইন্টারনেটে প্রকাশিত হওয়ার পর ৷ শিশু আজাদের সঙ্গে তাঁদের এআই ছবি নেট নাগরিকদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে ৷
কয়েকদিন আগে কিং খানের একজন ভক্ত সোশাল মিডিয়ায় পোস্ট করেন এমনই বেশ কয়েকটি এআই ছবি ৷ শিশু আজাদ-সহ জওয়ানে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের চরিত্রগুলিকে নতুন করে কল্পনা করেছেন তিনি । এআই-এর ছবিগুলিতে দেখা যায়, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন একে-অপরের মাথা পরস্পরের মাথায় ঠেকিয়ে রেখেছেন ৷ আর শিশু আজাদ রয়েছে তাঁদের মাঝে । তাঁদের দেখে সুখী পরিবার হিসেবে মনে হচ্ছে ৷ এই এআই ছবিগুলি পোস্ট হওয়ার পর তা ভাইরাল হতে সময় লাগেনি ৷ ছবিগুলি দেখে আপ্লুত শাহরুখ ও দীপিকার ভক্তরা ৷