পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tiger 3 : ব্যবসা হতে পারে ভালো যদি না আসে স্পয়লার, দর্শক দরবারে বিশেষ অনুরোধ সলমন-ক্যাটরিনার - টাইগার 3

দিওয়ালির আবহে প্রেক্ষাগৃহে আসছে 'টাইগার 3' ৷ ইন্ডাষ্ট্রি ট্র্যাকার ছবির ব্যবসা নিয়ে ভালো সংকেত দিলেও ভয় পাচ্ছেন সলমন খান-ক্যাটরিনা কাইফ ৷ ছবির স্পয়লার বেড়িয়ে গেলেই বিনোদন যাবে মাটিতে মিশে ৷ বাধ্য হয়ে দর্শকদের কাছে বিশেষ অনুরোধ টাইগার-জোয়ার ৷

Etv Bharat
সলমন-ক্যাটরিনা

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 5:50 PM IST

হায়দরাবাদ, 11 নভেম্বর: ভয় পাচ্ছেন সলমন খান-ক্যাটরিনা কাইফ ৷ ভয় পাচ্ছেন টাইগার 3 পাইরেসি নিয়ে ৷ ছবির ক্লাইম্যাক্স যদি চলে আসে সোশাল মিডিয়ায় তাহলে টাইগার-3-র উত্তেজনার পারদ কমে যাবে এক ধাক্কায় ৷ সেই কারণে দর্শকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন টাইগার-জোয়া ৷ পাশাপাশি, ছবির টিকিটের অ্যাডভান্স বুকিং জানান দিচ্ছে প্রথম দিনেই এই ছবি ভালো ব্যবসা তুলবে ঘরে ৷

ক্যাটরিনা কাইফের বার্তা

দিওয়ালি আরও ধামাকাদার হতে চলেছে সলমন-ক্যাটরিনার সঙ্গে ৷ জওয়ান, পাঠান-এর পর সিলভার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে বিগ বাজাটের বিগ ছবি ৷ অ্যাকশনে ভরপুর এই ছবি প্রেক্ষাগৃহে দেখার মজাই আলাদা ৷ কিন্তু বরাবরই দেখা গিয়েছে, ছবির বিশেষ কোনও দৃশ্যের ভিডিয়ো বা ছবি বেশ কিছু অনুরাগীরা ছেড়ে দেন সোশাল মিডিয়ায় ৷ অনেক সময় ক্লাইম্যাক্সে কী হতে চলেছে, কেমন হতে চলেছে, তাও রিভিউ দেওয়ার নামে নেটপাড়ায় ঘুরতে থাকে ছবির গল্প ৷ আর সেই কারণেই ছবির স্পয়লার্স আসা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন সমলন খান ও ক্যাটরিনা কাইফ ৷

সোশাল মিডিয়ায় দর্শকদের উদ্দেশ্যে সলমন খান ও ক্যাটরিনা বিশেষ অনুরোধ জানিয়েছেন ৷ ভাইজান লিখেছেন, "অনেক পরিশ্রম ও প্যাশনের মধ্য দিয়ে আমরা টাইগার 3 বানিয়েছি ৷ তাই যাঁরা ছবিটি দেখতে যাবেন তাঁরা দয়া করে স্পয়লার হাত থেকে এটিকে রক্ষা করবেন ৷ স্পয়লাররা ছবির দেখার আনন্দ নষ্ট করে দেন ৷ আমরা আপনাদের উপর বিশ্বাস রাখছি যে যেটা সঠিক হবে আপনারা সেটাই করবেন ৷ আশা করি, টাইগার 3 এই দিওয়ালিতে আপনাদের জন্য সেরা উপহার হতে চলেছে ৷"

অন্যদিকে, ক্যাটরিনা ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, "টাইগার 3 ছবির প্রেক্ষাপট ও গল্পে রয়েছে একাধিক চমক ৷ সেই চমক প্রেক্ষাগৃহে দেখলে বিনোদনের মাত্রা আরও বেড়ে যাবে ৷ তাই আপনাদের কাছে অনুরোধ ছবি সংক্রান্ত কোনও স্পয়লার দয়া করে দেবেন না ৷ এই ছবিটিকে স্পয়লারদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আপনাদের ৷ আপনাদের বিনোদনের জন্য অনেক পরিশ্রম ও ভালোবাসা দিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ পাশে থাকুন ৷ দিওয়ালির শুভেচ্ছা ৷"

অন্যদিকে, যশরাজ প্রযোজিত এই ছবি মুক্তির আগেই অ্যাডভান্স বুকিংয়ের মধ্য দিয়ে ঘরে তুলেছে 15 কোটি টাকা ৷ 12 নভেম্বর প্রায় 5 হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে টাইগার 3 ৷ মনে করা হচ্ছে দিওয়ালি আবহে এই ছবি প্রথম দিনেই ব্যবসা করতে পারে 40 কোটি টাকার ৷ ইন্ডাষ্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী ইতিমধ্যেই 5.86 লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ যার আনুমানিক ব্যবসা হয় 15.58 কোটি টাকা ৷ আশা করা হচ্ছে মণীশ শর্মা পরিচালিত টাইগার 3 বক্সঅফিসে ব্যাপক সাফল্য লাভ করবে ৷

আরও পড়ুন:

1. একতা কাপুরের দিওয়ালিতে পার্টিতে গ্ল্যামার ও ফ্যাশনের ঝলকানি, দেখুন ভিডিয়ো

2.রশ্মিকার 'ডিপফেক ভিডিয়ো' কাণ্ডে এফআইআর দায়ের দিল্লি পুলিশের

3.'দেবী চৌধুরানী' শ্রাবন্তী ! দীপাবলির আগে প্রকাশ্যে ব্যান্ডিত কুইনের প্রথম ঝলক

ABOUT THE AUTHOR

...view details