পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Janhvi on Sridevi: 'মা তোমার থেকে আমার শুরু, তোমাতেই শেষ', শ্রীদেবী স্মরণ করে লিখলেন জাহ্নবী - শ্রীদেবী স্মরণ করে লিখলেন জাহ্নবী

শ্রীদেবীর মৃত্য়ু বার্ষিকীর ঠিক কয়েকদিন আগেই তাঁকে স্মরণ করে সোশাল মিডিয়ায় আবেগি পোস্ট করলেন জাহ্নবী ৷ তিনি লেখেন, মায়ের থেকেই তাঁর শুরু আর মায়ের কাছেই শেষ(Janhvi Kapoor Post on Sridevi Death Anniversary) ৷

Janhvi on Sridevi
শ্রীদেবীর মৃত্য়ু বার্ষিকীর ঠিক কয়েকদিন আগেই তাঁকে স্মরণ করে একটি আবেগি পোস্ট করলেন জাহ্নবী

By

Published : Feb 21, 2023, 8:12 PM IST

হায়দরাবাদ, 21 ফেব্রুয়ারি:পঞ্চম মৃত্যু বার্ষিকীর কয়েকদিন আগেই মা শ্রীদেবীকে স্মরণ করে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন কন্য়া জাহ্নবী ৷ সেই সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করেছেন তিনি ৷ ইনস্টাগ্রামের অনুরাগীরাও এদিন জাহ্নবীর প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ মায়ের সঙ্গে এই পুরোনো ছবিতে রীতিমতো মোহময়ী লাগছে অভিনেত্রীকে ৷

2018 সালের 24 ফেব্রুয়ারি দুবাইতে একটি পারিবারিক অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয় কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর ৷ তাঁর মৃত্যুও ছিল বেশ রহস্য়জনক ৷ বাথরুম থেকে উদ্ধার হয় অভিনেত্রীর দেহ ৷ তাঁর মৃত্যু স্বাভাবিক ছিল কি না, তা নিয়েও উঠেছিল প্রশ্ন ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে পাঁচ বছর ৷ মায়ের মৃত্যুদিন স্মরণ করে বেশ আবেগী হয়ে পড়েন শ্রীদেবী তনয়া (Janhvi Kapoor Post on Sridevi Death Anniversary )৷ জাহ্নবী লেখেন, 'আমি এখনও চারিদিকে তোমাকেই খুঁজে বেড়াই মাম্মা ৷ প্রতিটা কাজ করি যাতে তোমাকে আরও গর্বিত করতে পারি ৷ আমি যা করি আর যেখানেই যাই, তোমার থেকেই আমার শুরু তোমার কাছেই এসে শেষ হয় ৷'

ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে জাহ্নবীর এই পোস্ট ৷ ভূমি পেড়নেকর, মণিশ মালহোত্রা, তাহিরা কাশ্য়প ও সঞ্জয় কাপুর এই পোস্টের নীচের তাঁদের অনুভূতির কথা জানিয়েছেন ৷ জাহ্নবী এদিন যে ছবিটি শেয়ার করেছেন তা তোলা হয়েছিল গোয়ায় ৷ 48তম 'ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'য় ৷ সেদিন মা-মেয়ে একসঙ্গে উপস্থিত ছিলেন দর্শকাসনে ৷

আরও পড়ুন:ছিটমহলের পটভূমিতে তৈরি হচ্ছে অঙ্কিতা অনুভব অভিনীত নতুন ছবি 'দাফান'

অভিনয়ের কথা বলতে গেলে জাহ্নবী আগামীতে পর্দায় আসছেন বরুণ ধাওয়ানের সঙ্গে ৷ নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবির নাম 'বাওয়াল' ৷ এছাড়া স্পোর্টস ড্রামা 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-তেও দেখা যাবে তাঁকে ৷ এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন রাজকুমার রাওয়ের সঙ্গে ৷ 'বাওয়াল' ছবিটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামী 7 এপ্রিল ৷

ABOUT THE AUTHOR

...view details