পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Arjun Jets off to Paris with Malaika : একান্তে জন্মদিন কাটাতে লেডিলাভ মালাইকাকে নিয়ে প্যারিস পাড়ি অর্জুনের - ahead of his birthday arjun kapoor jets off to paris with ladylove malaika arora video

37তম জন্মদিন নির্ঝঞ্ঝাটে কাটাতে নিজের লেডিলাভকে নিয়ে প্যারিস রওনা দিলেন অর্জুন কাপুর (Arjun Kapoor 37th Birthday)৷ বিশ্বের সবচেয়ে রোমান্টিক শহরে তাঁরা এক সঙ্গে এক সপ্তাহ কাটাতে চলেছেন ৷ এমনটাই বলছে সূত্র (Arjun Kapoor birthday celebration)৷

Arjun Jets off to Paris with Malaika
জন্মদিন নির্ঝঞ্ঝাটে কাটাতে লেডিলাভ মালাইকাকে নিয়ে প্যারিস পাড়ি অর্জুনের

By

Published : Jun 24, 2022, 5:13 PM IST

মুম্বই, 24 জুন :অভিনেতা অর্জুন কাপুর তাঁর এ বারের জন্মদিন কাটাতে চলেছেন প্যারিসে ৷ তাঁর এই 37তম জন্মদিনে তাঁর সঙ্গী হিসাবে থাকবেন তাঁর প্রেমিকা মালাইকা আরোরাও (Arjun Kapoor 37th Birthday)৷ ইতিমধ্যেই জন্মদিনে মালাইকা একটি বেশ দামি গিফট পাঠিয়ে দিয়েছেন অর্জুনের জন্য ৷ অর্জুন ইনস্টা স্টোরিতেই সেই উপহারের ভিডিয়ো রয়েছে ৷ আর তারপরই তাঁরা প্যারিসের উদ্দেশে রওনা দেন (Arjun Kapoor birthday celebration)৷

বিমানবন্দর থেকে তাঁদের বেশকিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায় ৷ অর্জুনের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, "অর্জুন সম্প্রতি তেমন কোনও ছুটি নেননি ৷ তিনি পরপর নিজের বেশকিছু ছবির শ্য়ুটিং শেষ করেছেন ৷ এরপর 'এক ভিলেন 2'-এর জন্য়ও তিনি প্রচারে উঠে পড়ে লাগবেন ৷ কিন্তু তার আগে তিনি শান্তিতে তাঁর জন্মদিন পালন করতে চান ৷ মালাইকাকে সঙ্গে নিয়ে তিনি প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ বিশ্বের সবচেয়ে রোমান্টিক শহরে তাঁরা এক সঙ্গে এক সপ্তাহ কাটাবেন ৷"

আরও পড়ুন : লালে লালেশ্বরী..সেজে 'রক্ষা বন্ধন'-এর প্রচারে ভূমি

বিমানবন্দরে চিত্র সাংবাদিকদের ফ্রেমে একসঙ্গেই বন্দি হন দু'জনে ৷ তারপর সামান্য ব্যঙ্গ করে অর্জুন তাঁদের এও বলেন, "ব্যস এ বার থামো ! আমরা এখানে ফ্লাইট ধরতে এসেছি কোনও অনুষ্ঠানের জন্য নয় ৷"

অর্জুনকে এরপর বড় পর্দায় দেখা যাবে মোহিত সুরি পরিচালিত 'এক ভিলেন রিটার্নস' ছবিতে (Arjun Kapoor jets off to Paris with ladylove Malaika Arora)৷

ABOUT THE AUTHOR

...view details