মুম্বই, 24 জুন :অভিনেতা অর্জুন কাপুর তাঁর এ বারের জন্মদিন কাটাতে চলেছেন প্যারিসে ৷ তাঁর এই 37তম জন্মদিনে তাঁর সঙ্গী হিসাবে থাকবেন তাঁর প্রেমিকা মালাইকা আরোরাও (Arjun Kapoor 37th Birthday)৷ ইতিমধ্যেই জন্মদিনে মালাইকা একটি বেশ দামি গিফট পাঠিয়ে দিয়েছেন অর্জুনের জন্য ৷ অর্জুন ইনস্টা স্টোরিতেই সেই উপহারের ভিডিয়ো রয়েছে ৷ আর তারপরই তাঁরা প্যারিসের উদ্দেশে রওনা দেন (Arjun Kapoor birthday celebration)৷
বিমানবন্দর থেকে তাঁদের বেশকিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায় ৷ অর্জুনের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, "অর্জুন সম্প্রতি তেমন কোনও ছুটি নেননি ৷ তিনি পরপর নিজের বেশকিছু ছবির শ্য়ুটিং শেষ করেছেন ৷ এরপর 'এক ভিলেন 2'-এর জন্য়ও তিনি প্রচারে উঠে পড়ে লাগবেন ৷ কিন্তু তার আগে তিনি শান্তিতে তাঁর জন্মদিন পালন করতে চান ৷ মালাইকাকে সঙ্গে নিয়ে তিনি প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ বিশ্বের সবচেয়ে রোমান্টিক শহরে তাঁরা এক সঙ্গে এক সপ্তাহ কাটাবেন ৷"