মুম্বই, 15 জুলাই:39তম জন্মদিনে ছুটি কাটাতে স্বামী ভিকি কৌশলের সঙ্গে শুক্রবারই মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন ক্যাটরিনা কাইফ ৷ তবে এবার তাঁর জন্মদিনের আগে সামনে এল ক্য়াট সুন্দরীর আগামী হরর কমিডি 'ফোন ভূত' ছবির মোশন পোস্টার (Katrina Kaif Upcoming Film Phone Bhoot Motion Poster)৷ ছবিতে তাঁর সঙ্গেই দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরকেও ৷ পোস্টারেও সামনে এসেছে এই তিন তারকার প্রথম লুক ৷
নিজের ইনস্টাগ্রাম থেকে পোস্টারটি শেয়ার করে সূর্যবংশী খ্যাত নায়িকা লিখেছেন, "ভূতেদের দুনিয়ায় নট-আউট ! ফোন ভূত আগামী 7 অক্টোবর আপনার আশপাশের সিনেমা হলে আসছে ৷" এই হরর কমিডির কাহিনি লিখেছেন জসবিন্দর সিং ভাট এবং রবি শংকরন ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন গুরমিত সিং ৷