হায়দরাবাদ, 20 মে :শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'ধাকড়' ৷ তার আগেই নিজেকে 3 কোটির বিলাসবহুল গাড়ি উপহার দিলেন পর্দার এজেন্ট অগ্নি ৷ বৃহস্পতিবার মুম্বইয়ে ছবির প্রিমিয়ারের ঠিক আগেই এই বিলাসবহুল গাড়িটি কেনেন কঙ্গনা ৷ গাড়ির শোরুম থেকে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো এখন রীতিমত ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷
ভাইরাল এই ভিডিয়োতে অভিনেত্রীকে দেখা গিয়েছে তাঁর পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ৷ এবার নিজের জন্য় একটি 'মার্সেডিজ মে ব্যাচ এস680' বেছে নিয়েছেন কঙ্গনা (Kangana Ranaut Buys Mercedes Maybach S680) ৷ যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা ৷ গাড়ির সামনে দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজও দিয়েছেন অভিনেত্রী ৷