নয়াদিল্লি, 24 অগস্ট: 69তম জাতীয় পুরস্কার ঘোষণা হল দিল্লিতে ৷ নাম ঘোষণা হতেই 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ও 'আরআরআর' ছবির জয় জয়কার ৷ একাধিক বিভাগে এই দুটি ছবি জিতে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ সেরা অভিনেত্রী আলিয়া ভাট, কৃতি শ্যানন ও সেরা অভিনেতা আল্লু অর্জুন ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বয়ে গিয়েছে শুভেচ্ছার বন্যা ৷ তারকারাও দর্শকদের জানিয়েছেন ধন্যবাদ ৷
বলিউড থেকে শুরু করে ভারতীয় অনান্য ভাষায় তৈরি চলচ্চিত্রে, শিল্পীরা অভিনয় দক্ষতায় কখনও হাসান আবার কখনও কাঁদান ৷ আবার অনেক শিল্পী ক্যামেরার পিছনে থেকে নিজেদের সেরাটা উপহার দেন ৷ বৃহস্পতিবার সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত সেই সকল শিল্পীরা ৷
'পুষ্পা: দ্য রাইস' ছবিতে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের অভিনয় ব্যাপক সাড়া ফেলে দর্শক মহলে ৷ যা ম্যাজিক দেখায় বক্সঅফিসেও ৷ সেই ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন অভিনেতা আল্লু ৷ সুকুমার পরিচালিত এই সেরা অভিনেতার নাম ঘোষণা হতেই খুশিতে বাঁধ ভাঙেন আল্লু ৷ সেই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ শুধু তাই নয়, প্রথম তেলুগু অভিনেতা হিসাবে আল্লু-ই পেলেন জাতীয় পুরস্কার ৷
সেরা অভিনেত্রীর তালিকায় জাতীয় পুরস্কার পেয়েছেন দু'জন অভিনেত্রী ৷ কৃতি শ্যানন ও আলিয়া ভাট ৷ লক্ষ্মণ উতেকর পরিচালিত মিমি-র জন্য কৃতি এই পুরস্কার পেয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "উচ্ছ্বসিত, কৃতজ্ঞ, এখনও ভাবতে পারছি না ৷ নিজেকে নিজেই চিমটি কাটছি ৷ ধন্যবাদ জুরি সদস্যদের ৷ লক্ষ্মণ স্যার আপনি আমায় সবসময় বলেছেন, এই ছবির জন্য জাতীয় পুরস্কার পাব ৷ পেয়ে গিয়েছি ৷ আপনি না থাকলে এই সাফল্য সম্ভব হত না ৷ মা-বাবা তোমরা আমার লাইফ লাইন ৷"
এরপর কৃতি অভিনন্দন জানান আলিয়া ভাটকেও ৷ লেখেন, "শুভেচ্ছা আলিয়া ৷ তুমি এটা ডিজার্ভ কর ৷ আমি সবসময় তোমার কাজ দেখতে ভালোবাসি ৷ তোমাকে বিগি হাগ ৷ চলো সেলিব্রেট করি ৷" অন্যদিকে, আলিয়াও সোশাল হ্যান্ডেলে জানিয়েছেন নিজের উচ্ছাসের কথা ৷ লেখেন, "সঞ্জয় স্যার, ছবির পুরো টিম, আমার টিম এবং আমার সকল দর্শকদের ধন্যবাদ ও ভালোবাসা ৷"
নার্গিস দত্ত অ্যাওয়ার্ড বিভাগে সেরা ছবি বিবেচিত হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ জাতীয় পুরস্কার পাওয়ার আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা অনুপম খের ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ পরিচালক এই মুহূর্তে রয়েছেন আমেরিকায় ৷ সেখান থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ যেখানে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন পরিচালক ৷
বেস্ট অ্যাকশন , বেস্ট কোরিয়োগ্রাফি ও বেস্ট স্পেশাল এফেক্টস- এর জন্য জাতীয় পুরস্কার গিয়েছে এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর'-ছবির ঝুলিতে ৷ পরিচালক সোশাল মিডিয়ায় লেখেন, "ইটস আ সিক্সার ৷ ছবির পুরো টিমকে ধন্যবাদ ৷ ধন্যবাদ জুরির সদস্যদের ৷" অন্যদিকে, গঙ্গুবাই কাথিয়াবাড়ি-তে বেস্ট এডিটিং ও বেস্ট স্ক্রিনপ্লে-র জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা বনশালী ৷ তিনি লেখেন, "যাঁরা জাতীয় পুরস্কার সম্মানে সম্মানিত হয়েছেন, তাঁদের সকলের জন্য খুশি ৷ ভালো ছবি সবসময় প্রশংসিত হয় সর্বত্র ৷"
আরও পড়ুন: টেলি আকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কারা পেলেন সেরার স্বীকৃতি, দেখে নিন
সেরা ছবি ঘোষিত হয়েছে আর.মাধবন পরিচালিত 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ৷ অভিনেতা তথা পরিচালক সোশাল মিডিয়ায় ক্যাপশনে লেখেন, "মা তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ৷ আপ্পা ও নাম্বি স্যারের আশীর্বাদ ৷" পাশাপাশি, স্পেশাল মেনশন ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি অভিনীত 'শেরশাহ' ৷ ছবির এই সাফল্যে ধরমা প্রোডাকশনের তরফে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি, 'মিমি'-র জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠী ৷ তিনিও দর্শকদের ও কৃতি শ্যাননকে শুভেচ্ছা জানিয়েছেন ৷