পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sudipto Sen New Film: আবারও জুটিতে বিপুল-সুদীপ্ত, আসছে 'বস্তার' - Sudipto Sen upcoming film

সত্য ঘটনা অবলম্বনে আসছে নতুন ছবি 'বস্তার' ৷ আবার জুটিতে বিপুল শাহ এবং সুদীপ্ত সেন ৷ আগামী এপ্রিলেই মুক্তি পাবে এই ছবি ৷

Sudipto Sen New Film
আসছে নতুন ছবি বস্তার

By

Published : Jun 26, 2023, 3:54 PM IST

মুম্বই , 26 জুন: 'দ্য় কেরলা স্টোরি'র বিপুল সাফল্যের পর এবার আরও একবার জুটি বাঁধতে চলেছেন বিপুল শাহ এবং সুদীপ্ত সেন ৷ এই প্রযোজক-পরিচালক জুটির হাত ধরে এবার আসতে চলেছে 'বস্তার' ৷ সোমবার তাঁদের এই নতুন প্রজেক্টের কথা ঘোষণা করলেন সুদীপ্ত ৷ জানা গিয়েছে সত্য় ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি ৷ সুদীপ্ত এও জানিয়েছেন আগামী বছর এপ্রিলেই মুক্তি পাবে 'বস্তার' ৷

বিপুল শাহের সানসাইন পিকচার্সের ব্যানারে তৈরি হতে চলেছে এই ছবি ৷ এদিন প্রযোজনা সংস্থার তরফে টুইট করে জানানো হয়েছে, "প্রকাশ্যে এল আমাদের নতুন প্রজেক্ট বস্তার ৷ আরও একটি ভয়ংকর সত্যি ঘটনার সাক্ষী হতে প্রস্তুত থাকুন যা আপনাকে বাকরুদ্ধ করে দেবে ৷ আপনার ক্যালেন্ডারে 2024 সালের 5 এপ্রিল তারিখটা দাগ দিয়ে রাখুন ৷"

'দ্য কেরালা স্টোরি' ছবিটিও সত্য ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি বলে দাবি করেছিলেন নির্মাতারা ৷ এই ছবি নিয়ে অবশ্য় বিতর্ক কম হয়নি ৷ একদিকে শাসক শিবির এই ছবির রীতিমতো প্রচার চালিয়েছেন ৷ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য যেমন মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানায় করমুক্ত করা হয়েছিল এই ছবিকে ৷ আবার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ছবিকে নিষিদ্ধ বলে ঘোষণা করে ৷

আরও পড়ুন:প্রজেক্ট কের শুটে হায়দরাবাদে গেলেন দীপিকা, ক্যামেরাবন্দি মুম্বই বিমানবন্দরে

এখন শোনা যাচ্ছে ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য পেলেও ওটিটিতে এখনও কোনও সংস্থা নাকি এই ছবিটিকে কিনতে রাজি হয়নি ৷ বক্স অফিসে প্রায় 200 কোটির ওপর আয় করে নিয়েছে আদাহ শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি ইদনানি অভিনীত এই ছবি ৷ অন্যদিকে কয়েকদিন আগেই তাঁর আরও একটি আসন্ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন সুদীপ্ত ৷ সাহারা কর্তা সুব্রত রায়ের 75তম জন্মদিনে তাঁর নতুন ছবি 'সাহারাশ্রী'র কথা ঘোষণা করেন পরিচালক ৷

ABOUT THE AUTHOR

...view details