মুম্বই, 16 এপ্রিল :'দ্য় কাশ্মীর ফাইলস'-এর বিপুল ব্যবসায়িক সাফল্যের পর এবার নিজের নতুন কাজের কথা ঘোষণা করে দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই নিজের নতুন প্রজেক্ট 'দ্য দিল্লি ফাইলস' নিয়ে কাজ শুরু করবেন তিনি ৷ যদিও নিজের নতুন ছবি নিয়ে খুব বেশি কিছু খুলে বলেননি বিবেক ৷
মাইক্রো ব্লগিং সাইটে বিবেক লেখেন,"আমি সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই 'দ্য় কাশ্মীর ফাইলস' প্রকৃত অর্থে যাঁদের ৷ গত চার বছর ধরে, আমরা অত্যন্ত সততা এবং আন্তরিকতার সঙ্গে কঠোর পরিশ্রম করেছি । আমি হয়তো আপনার টাইমলাইনে স্প্যাম করেছি কিন্তু গণহত্যা এবং কাশ্মীরি হিন্দুদের প্রতি করা অবিচার সম্পর্কে মানুষকে সচেতন করা গুরুত্বপূর্ণ । আমার জন্য এটা একটি নতুন ছবিতে কাজ করার সময় ৷" নিজের নতুন ছবির নাম অবশ্য় এখনই জানাননি বিবেক তবে অন্য একটি টুইটে নামের একটি আভাস দিয়েছেন তিনি সেখানেই উঠে এসেছে 'দ্য দিল্লি ফাইলস' নামটি (After The Kashmir Files success Vivek Agnihotri teases The Delhi Files) ৷