হায়দরাবাদ, 7 নভেম্বর: ডিপফেকের শিকার হয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ এবার বাদ পড়লেন না ক্যাটরিনা কাইফও ৷ 'পুষ্পা' অভিনেত্রীর ফেক ভিডিয়ো ভাইরাল নিয়ে তোলপাড় হয়েছে নেট দুনিয়া ৷ এবার ক্যাটরিনা কাইফের একটি ছবি ডিপফেকের মাধ্যমে আপত্তিকর হিসাবে শেয়ার হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷
দিওয়ালিতে মুক্তির অপেক্ষায় 'টাইগার 3' ৷ সেই ছবিতেই ক্যাটরিনার 'জোয়া' হয়ে ওঠার জার্নি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে ৷ শারীরিক কসরতের ভিডিয়ো থেকে শুরু করে আলোচনায় উঠে আসা 'টাওয়েল' ফাইটের ছবিও শেয়ার করেন তিনি ৷ সেই টাওয়েল পড়া ছবিকেই ডিপফেক এআই টুলের মাধ্যমে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে ৷ যাকে ঘিরে ফের তোলপাড় নেটদুনিয়া ৷
অভিনেত্রী যে ছবিটা শেয়ার করেছিলেন, তাতে দেখা গিয়েছে হলিউডের স্টান্টওম্যানের সঙ্গে টাওয়েল-ক্ল্যাড ফাইট করছেন ক্যাটরিনা ৷ সেখানেই টাওয়েলের জায়গায় ডিপফেকের মাধ্যমে ক্যাটরিনার পোশাক হিসাবে শুধুমাত্র অন্তর্বাস ব্যবহার করা হয়েছে ৷ রশ্মিকার পর এইভাবে ক্যাটরিনার ছবির ব্যবহার আরও বেশি ভয় দেখাচ্ছে ৷