পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rajinikanth Meets Akhilesh: যোগীর পর এবার অখিলেশের সঙ্গে দেখা করলেন রজনীকান্ত, 9 বছর পর সাক্ষাৎ

Rajinikanth meets Akhilesh Yadav: রজনীকান্ত রবিবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন । তার আগে শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি ৷

Rajinikanth Meets Akhilesh
অখিলেশের সঙ্গে দেখা করলেন রজনীকান্ত

By

Published : Aug 20, 2023, 2:16 PM IST

হায়দরাবাদ, 20 অগস্ট: নয় বছর পর সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ লখনউতে দেখা হওয়ার পর, পরস্পরকে আলিঙ্গন করেন তাঁরা ৷ তার আগে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করেছেন রজনীকান্ত ৷ এ বার তিনি লখনউ সফরের সময় নিজের ব্যস্ত শেডিউলের মধ্যেও দেখা করলেন অখিলেশ যাদবের সঙ্গে ৷

নিউজওয়্যার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, প্রায় এক দশক পর অখিলেশের সঙ্গে পুনরায় দেখা হওয়ার আনন্দ ভাগ করে নিচ্ছেন রজনীকান্ত ৷ তিনি তাঁদের প্রথম সাক্ষাতের কথা তুলে ধরেছেন ৷ নয় বছর আগে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁদের দুজনের প্রথম দেখা হয়েছিল । এই প্রাথমিক সাক্ষাতই বন্ধুত্বের জন্ম দেয় ৷ পরে ফোনে কথোপকথনের মাধ্যমে সেই সম্পর্ক বজায় রেখেছিলেন দুজনেই ৷ বছর পাঁচেক আগে রজনীকান্ত লখনউতে একটি শুটিংয়ের সময় অখিলেশের সঙ্গে দেখা হওয়ার হারানো সুযোগের কথাও মনে করিয়ে দেন ৷

যখন তাঁকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর কথোপকথনের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, রজনীকান্ত তখন ওই সাক্ষাৎটি দুর্দান্ত ছিল বলে বর্ণনা করেছেন এবং ওই বৈঠককে ইতিবাচক আখ্যা দিয়েছেন ৷ রজনীকান্ত রামের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার আশায় লখনউ থেকে অযোধ্যা সফরের পরিকল্পনার কথা প্রকাশ করেন । তবে, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, অভিনেতা কৌশলে সেই সম্ভাবনা খারিজ করে দেন ৷

বৈঠকে রজনীকান্ত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং এবং অখিলেশ যাদবের বাবাকেও শ্রদ্ধা জানান । মুলায়ম সিংয়ের প্রতিকৃতির সামনে জোড় হাত করে বসে থেকে গভীর শ্রদ্ধা জানান থ্যালাইভা ৷

আরও পড়ুন:শাহরুখের পাঠানি রেকর্ড অক্ষুন্ন, দ্বিতীয় দ্রুততম হিন্দি ছবি হিসাবে 300 কোটির ক্লাবে 'গদর 2'

সোশাল মিডিয়ায় অখিলেশ যাদব রজনীকান্তের সঙ্গে তাঁর সাক্ষাতের মনোগ্রাহী ছবি শেয়ার করেছেন । একটি স্ন্যাপশটে, দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যাচ্ছে ৷ অখিলেশ জানিয়েছেন যে, মাইসুরুতে তাঁর ইঞ্জিনিয়ারিং পড়ার সময় রজনীকান্তের অন-স্ক্রিন প্রেজেন্সের অনুরক্ত ছিলেন তিনি, তা আজও অপরিবর্তিত ৷ নয় বছর আগে তাঁদের প্রথম মুখোমুখি আলাপচারিতার পর থেকে দুজনে বন্ধু হয়ে গিয়েছিলেন বলে জানান অখিলেশ ।

রজনীকান্ত লখনউ সফরের আগে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন ও তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জেলর নিয়ে আলোচনা করেন । ছবিটির ইতিবাচক সাড়া রজনীকান্তকে আনন্দিত করেছে ৷ এই সাফল্যকে ঐশ্বরিক আশীর্বাদ বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর লখনউ সফরের আগে, রজনীকান্ত ঝাড়খণ্ডের রাঁচি ঘুরে দেখেন, বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে গিয়েছিলেন তিনি এবং ইয়াগোড়া আশ্রমে ধ্যানের মুহূর্তগুলি কাটিয়েছেন । তাঁর ভ্রমণের মধ্যে ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের সঙ্গেও একটি বৈঠক সারেন রজনীকান্ত ৷

ABOUT THE AUTHOR

...view details