হায়দরাবাদ, 22 নভেম্বর:কার্তিক আরিয়ান এখন বি-টাউনের জনপ্রিয় তারকাদের অন্যতম ৷ কয়েক মাস আগেই 'সত্যপ্রেম কি কথা' ছবির হাত ধরে দর্শকের মন কেড়েছিলেন তিনি ৷ এখন বলিউডের হার্টথ্রব কিছুদিন আগেই শেষ করেছেন 'চান্দু চ্যাম্পিয়ন' ছবির কাজ ৷ বুধবার 33তম বসন্ত পার করে ফেললেন বলিউড সুপারস্টার ৷ অনুরাগীদের কাছে 'পেয়ার কা পঞ্চনামা' ছবির হাত ধরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কার্তিক ৷ তারপর থেকে তাঁর কেমিস্ট্রি, রোম্যান্টিক মেজাজ, সহজাত অভিনয় তাঁর জনপ্রিয়তা ও অনুরাগীদের মনে তাঁর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে ৷ এবার জন্মদিনে সামনে এল কার্তিকের নতুন ছবির খবর ৷
এবার কার হাত ধরছেন কার্তিক? রোহিত ধাওয়ান, অনীশ বাজমি, সমীর বিদ্যাংশদের পর করণ জোহরের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেন তিনি ৷ যদিও করণ জোহর পরিচলাক হিসাবে কার্তিকের হাত ধরছেন না ৷ ধর্ম প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন সন্দীপ মোদি ৷ এদিন একটি পোস্ট শেয়ার করে ধর্ম প্রোডাকশনের তরফে জানানো হয়েছে, "লাইট, ক্য়ামেরা এবং সারপ্রাইজ ৷ কার্তিক আরিয়ানের সঙ্গে আমাদের নতুন ছবির কথা ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত ৷ ধর্ম প্রোডাকশনস এবং একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের যৌথ প্রযোজনায় আসছে এই ছবি ৷ ছবিটি মুক্তি পাবে 2025 সালের 15 অগস্ট ৷"
ছবির নাম এখনও ঠিক করেননি নির্মাতারা ৷ তবে এটুকু জানা গিয়েছে ছবিটি একটি 'ওয়ার ড্রামা ৷' কার্তিক তাঁর এই ছবি নিয়ে আরেকটু তথ্য দিয়েছেন ৷ তিনি লেখেন, "ভারতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় ৷ ত্যাগ এবং সংঘর্ষের এক দারুণ কাহিনি আমার জীবনের বড় অংশ হয়ে উঠতে চলেছে ৷ এই বিষয়টা আমার হৃদয়ের খুব কাছের ৷ ভীষণ প্রতিভাবান পরিচালক সন্দীপ মোদির সঙ্গে এই কাজটি করার জন্য় মুখিয়ে আছি ৷"