হায়দরাবাদ, 26 জুলাই:রণবীর সিংয়ের ভাইরাল ফটোশ্যুটের সমর্থনে এবার এগিয়ে এলেন পরিচালক রামগোপাল বর্মা ৷ শনিবার এক বিদেশি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করার পর থেকেই এই মুহূর্তে শিরোনামে রয়েছেন অভিনেতা ৷ তাঁর এই সাহসী পদক্ষেপ নিয়ে নানা মুনির নানা মত ৷ ইতিমধ্যেই একটি এনজিও-র পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে মুম্বই পুলিশে ৷ তবে এবার তাঁর পাশে দাঁড়ালেন আরজিভি (RGV defends Ranveer bold photoshoot) ৷
রামগোপাল তাঁর ছবিতেও সবসময়ই সাহসীভাবে নিজের মতামত তুলে ধরেন ৷ এবার রণবীর প্রসঙ্গে একটি ওয়েবলয়েডকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, "মনে করুন না লিঙ্গ সমতার জন্য ন্যায় বিচার চাওয়ার রাস্তা হিসাবে উনি এটাকে বেছে নিয়েছেন ৷ নারীরা যদি তাঁদের সেক্সি শরীর দেখাতে পারে তাহলে পুরুষ কেন পারবে না? এটাই তো ভন্ডামি যে, পুরুষদের আলাদা মান্যতা দিয়ে বিচার করা হয় ৷" তাঁর মত আরও স্পষ্টভাবে তুলে ধরে তিনি বলেন, "আমি মনে করি ভারত অবশেষে বড় (বিস্তৃত হচ্ছে দৃষ্টিভঙ্গি) হচ্ছে ৷ আমার মতে রণবীরের এই বক্তব্যের বিষয় লিঙ্গ সাম্য ৷"