পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bhumi Pednekar: রহস্য চুম্বনের পর 'অজানা' ব্যক্তির সঙ্গে পার্টিতে মাতলেন ভূমি - অজানা ব্যক্তির সঙ্গে পার্টিতে মাতলেন ভূমি

আবার ভূমির সঙ্গে পার্টিতে দেখা গেল রহস্য়ময় সেই ব্যক্তিকে, যাঁর সঙ্গে সিড-কিয়ারার রিসেপশন পার্টিতে আড়ালে চুম্বনে মজেছিলেন অভিনেত্রী ৷ জানা গিয়েছে এই ব্যক্তির নাম যশ ৷ ভূমির বোন সমীক্ষার জন্মদিনে আবার একসঙ্গে মাতলেন ভূমি-যশ (Bhumi Pednekar parties with rumoured boyfriend ) ৷

Bhumi Pednekar
আবার ভূমির সঙ্গে পার্টিতে দেখা গেল ভূমি পেড়নেকরের সঙ্গে চুম্বনে আবদ্ধ হওয়া রহস্য়ময় ব্যক্তিকে

By

Published : Feb 20, 2023, 5:37 PM IST

মুম্বই, 20 ফেব্রুয়ারি:সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানির বিয়ের রিসেপশনে চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর ৷ তাঁর বোল্ড স্টাইলের পাশাপাশি পার্টি শেষে এক ব্যক্তির সঙ্গে তাঁকে ক্যামেরার সামনে চুম্বনে আবদ্ধ হতে দেখা যায় ৷ ক্যামেরার আড়ালে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে দানা বাঁধে রহস্য ৷ যা সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয় ৷ এবার অনুরাগীদের অজানা একজনের সঙ্গে সামনে এসে রহস্য আরও বাড়ালেন ভূমি ৷ এই ব্যক্তিই সেদিনের ব্যক্তি বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ আর গুজব সত্যি হলে এই ব্যক্তি তাঁর প্রেমিক (Bhumi Pednekar parties with rumoured boyfriend)৷

রবিবার রাতে বোন সমীক্ষা পেডনেকরের জন্মদিন উপলক্ষে একটি পার্টিতে ক্যামেরাবন্দি হন ভূমি ৷ ভূমিকে এদিন দেখা গিয়েছে ক্রোসেট টপ আর লেদার প্যান্টে ৷ মুম্বইতে বোনের ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধবদের সঙ্গে এই পার্টিতে হাজির হন তিনি ৷ ভূমি এবং সমীক্ষার সঙ্গে এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন ওরহান আয়ত্রামনি ওরফে ওরি, অজয়-কন্য়া নাইসা দেবগণ এবং ভূমির রিউমার বয়ফ্রেন্ড যশ কেটারিয়া ৷

পার্টির এই ছবিগুলি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ওরি ৷ ওরি যে ছবিগুলি সোশালে শেয়ার করেছেন তাতে ভূমি এবং যশকে অবশ্য় একসঙ্গে ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি ৷ তবে দু'জনেই আলাদা আলাদাভাবে ওরির সঙ্গে ক্যামেরার জন্য় পোজ দিয়েছেন ৷ যশের অবশ্য় বিনোদন জগতের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই ৷ তিনি মুম্বইয়ের একজন রিয়েল এস্টেট ডেভলপার এবং বিল্ডার ৷

ওরি যে ছবিগুলি সোশালে শেয়ার করেছেন তাতে ভূমি এবং যশকে অবশ্য় একসঙ্গে ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি

আরও পড়ুন:ভূতের থেকেও কেন মানুষকে বেশি ভয় পান অভিনেতা সৌরভ চক্রবর্তী?

আগেও যশ এবং ভূমিকে একসঙ্গে বেড়াতে যেতে দেখা গিয়েছে ৷ 2023 সালের শুরুটা এই কপোত-কপোতী করেছিলেন মেক্সিকোর তুলুমে ৷ যদিও তখন বেশকিছু ছবি শেয়ার করেছিলেন ভূমি ৷ তবে সেখানে এমন কিছুরই দেখা মেলেনি যাতে ভূমির সম্পর্ক নিয়ে গুজব তৈরি হতে পারে ৷ তবে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে তাঁদের ভাইরাল 'কিসিং সিকোয়েন্স'-টি গুজবের বারুদের স্তূপে অগ্নিসংযোগের মত ৷

পার্টির এই ছবিগুলি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ওরি

অভিনয়ের কথা বলতে গেলে ভূমি এখন রীতিমতো ব্যস্ত তাঁর বেশ কয়েকটি আসন্ন কাজ নিয়ে ৷ আগেই তিনি জানিয়েছিলেন 2023 সালটা তাঁর বছর হতে চলেছে ৷ তাঁকে আগামীতে দেখা যাবে, অনুভব সিনহার 'ভিড়' ছবিতে ৷ এছাড়া অজয় বাহির 'লেডি কিলার', সুধীর মিশ্রর 'আফওয়া' ছবিতেও কাজ করবেন তিনি ৷ আবার মুদাসসর আজিজের 'মেরে হাসব্যান্ড কি বিবি' এবং পুলকিতের 'বকসক'-ও রয়েছে তাঁর হাতে ৷

ABOUT THE AUTHOR

...view details