মুম্বই, 23 জানুয়ারি:তাঁর প্রথম ছবি 'কেদারনাথ' থেকেই তিনি যে একা কাঁধে করে একটি কাহিনিকে টেনে নিয়ে যেতে পারেন তা প্রমাণ করে দিয়েছিলেন সারা আলি খান ৷ এবার তাঁর নতুন ছবিতেও তাঁকে দেখা যাবে সেইরকমই একটি চরিত্রে ৷ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যাঁদের অবদান আমরা প্রায় ভুলতে বশেছি তাঁদের একজন একজন উষা মেহতা ৷ তাঁর নতুন ছবি 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন'-এ এই কিংবদন্তির চরিত্রেই অভিনয় করবেন সারা ৷ নির্মাতারা সোমবার প্রকাশ্যে আনলেন ছবির টিজার (Sara Ali Khan to play usha mehta) ৷
'সিম্বা', 'কুলি নং 1' এবং 'আতরঙ্গি রে'-র মতো ছবিতে এতদিন কাল্পনিক চরিত্রকেই ফুটিয়ে তুলেছেন সারা এই প্রথম তিনি অভিনয় করতে চলেছেন কোনও ঐতিহাসিক নারীর চরিত্রে ৷ তাই রোলটি যে বেশ চ্যালেঞ্জিং তাঁর জন্য তা বলাই বাহুল্য ৷ এই বায়োপিকে সারা কীভাবে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন সেই দিকে নজর থাকবে সকলেরই ৷ গত ডিসেম্বরেই এই ছবির শুটিং শেষ করেছিলেন নির্মাতারা(Ae Watan Mere Watan teaser ) ৷