পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Aditya Roy Kapur: এসব নিয়ে বিচলিত নন, মহিলা ফ্য়ানের চুম্বনের চেষ্টা নিয়ে অকপট আদিত্য়

'দ্য নাইট ম্যানেজার'-এর স্ক্রিনিংয়ে আদিত্য রায় কাপুরকে চুম্বনের চেষ্টা করেছিলেন এক মহিলা অনুরাগী (Aditya Roy Kapur reacts on fan kiss )৷ পুরো বিষয়টিকে কীভাবে দেখেন, নিজেই জানালেন আদিত্য ৷

Aditya Roy Kapur
মহিলা ফ্য়ানের চুম্বনের ঘটনা নিয়ে অকপট আদিত্য়

By

Published : Feb 22, 2023, 1:33 PM IST

মুম্বই, 22 ফেব্রুয়ারি:বলিউডে লেডি কিলার হিসাবেই পরিচিত অভিনেতা আদিত্য রায় কাপুর ৷ তাঁর ব্যক্তি জীবনও তাঁর অভিনয়ের মতোই চর্চায় উঠে এসেছে বারবার ৷ তাঁর মহিলা ফ্যানেরা তাঁকে নিয়ে ঠিক কতটা আবেগি তাঁর একটি দৃষ্টান্ত সামনে এসেছে সম্প্রতি ৷ সম্প্রতি 'দ্য নাইট ম্যানেজার'-এর স্পেশাল স্ক্রিনিং-এর জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে এক মহিলা অনুরাগী তাঁকে চুম্বনের চেষ্টাও করছিলেন ৷ আদিত্য অবশ্য মোটেই এসব নিয়ে বিশেষ বিচলিত হন না (Aditya Roy Kapur reacts on fan kiss ) ৷

আসলে গোটা বিষয়টি ছিল এরকম, স্ক্রিনিং চলাকালীন এক মহিলা অনুরাগী আদিত্যকে জড়িয়ে ধরে তাঁকে চুম্বন করার চেষ্টা করেন ৷ আদিত্যকে যখন এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি এই ঘটনাকে কীভাবে দেখেন, তাতে অভিনেতার উত্তর, তিনি এসব নিয়ে খুব বেশি বিচলিত নন ৷ তিনি ভালোই জানেন ফ্যানেদের এই ভালোবাসা কীভাবে তৈরি হয় তাই তিনি এর সমালোচনা করতে রাজি নন ৷ তিনি আরও জানান, প্রত্যেকের আলাদা আলাদাভাবে ভালোবাসা প্রকাশ করে ৷ আর যাঁকে নিয়ে এত কথা উঠেছে সেই মহিলা অনুরাগীও তাঁর মতো করে ভালোবাসা জানানোর চেষ্টাই করছিলেন ৷

আদিত্যর কথায়, বিষয়টা যতটা সুষ্ঠভাবে পরিচালনা করা যায় তিনি সেটাই করার চেষ্টা করেছেন ৷ ফ্যানেদের অদ্ভুত ভালোবাসার প্রকাশ প্রায়ই সহ্য করতে হয় তারকাদের ৷ কয়েকদিন আগেই রণবীর কাপুরকে পিছন থেকে জড়িয়ে ধরেন এক অনুরাগী ৷ সেখানেও খুব সুন্দরভাবে পরিস্থিতি সামাল দেন তারকা ৷ আদিত্য তাঁর ফ্যানের জন্য ঠিক সেটাই করলেন ৷

আরও পড়ুন:অপেক্ষা বাড়িয়ে দিলেন জিৎ, সামনে এল 'চেঙ্গিজ' এর নতুন ভিডিয়ো

অভিনয়ের কথা বলতে গেলে আদিত্য আগামী দিনে জুটি বাঁধবেন সারা আলি খানের সঙ্গে ৷ অনুরাগ বসু পরিচালিত 'মেট্রো: ইন দিনো' ছবিতে তাঁকে সারার সঙ্গে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে ৷ ছবিতে সারা-আদিত্য ছাড়াও রয়েছেন নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, ফাতিমা সানা শেখ এবং আলী ফজল । ছবিট পর্দায় আসতে চলেছে আগামী 8 ডিসেম্বর ৷

ABOUT THE AUTHOR

...view details