হায়দরাবাদ, 19 ডিসেম্বর: মুম্বইয়ে অনন্যা পাণ্ডের আপকামিং ফিল্ম 'খো গয়ে হাম কাহাঁ'র স্ক্রিনিং-এ তাঁর সঙ্গে দেখা গেল আদিত্য রয় কাপুরকে ৷ দু'জনে আলাদাভাবে সোমবারের ইভেন্টে এলেও হাসিমুখে ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দিলেন ৷ শুধু তাই নয়, স্ক্রিনিংয়ের পর তাঁরা গভীর রাতে গেলেন লং ড্রাইভে ৷ যা স্বাভাবিকভাবেই তাঁদের সম্পর্কের বিষয়ে গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে ৷
গত বছর থেকেই তাঁদের রোম্যান্স নিয়ে চর্চা চলছে বলিউডে । যদিও এই জুটি আনুষ্ঠানিকভাবে সে কথা এখনও ঘোষণা করেননি ৷ তবে তাঁদের ঘন ঘন প্রকাশ্যে উপস্থিতি এবং একে অপরের প্রতি সার্বিক সমর্থন দেখে দুয়ে দুয়ে চার করে নিয়েছেন অনুরাগীরা ৷ সোমবার আদিত্য স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ৷ এরপর তিনি অনন্যাকে গাড়িতে তুলে নিয়ে একসঙ্গে বেরিয়ে যান ৷
'খো গয়ে হাম কাহাঁ'র স্ক্রিনিংয়ে আদিত্যর পরনে ছিল প্রিন্টেড শার্ট, ধূসর জিন্স, কেডস, একটি ঘড়ি এবং একটি ক্যাপ ৷ আর অনন্যা একটি স্কার্ট ও সাদা ক্রপ টপের উপর একটি বড় আকারের কালো ব্লেজার পরেছিলেন, এই পোশাকে বেশ স্টাইলিশ দেখিয়েছে তাঁকে । পাপারাৎজিরা তাঁদের গাড়ির ভিতর থেকে এই চর্চিত লাভ বার্ডসের ছবি তুলছেন দেখে তাতে বিরক্ত হননি, বরং আনন্দ এবং কিছুটা লজ্জা ধরা পড়ে আদিত্য ও অনন্যার মুখে ৷ তাঁদের সেই ভিডিয়ো দেখে আপ্লুত অনুরাগীরা ৷