পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রসেনজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে তিলোত্তমা প্রেম-চলচ্চিত্র উৎসবের মঞ্চে অকপট অদিতি রাও হায়দারি - Prosenjit Chatterjee

Aditi Rao Hydari Speaks on 29th KIFF 2023: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে বুম্বা দা'র ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী ৷ জানালেন কলকাতার খাবার তাঁর খুব পছন্দের ৷

জুবিলি প্রসঙ্গে মনখোলা অদিতি রাও হায়দারি
29th KIFF 2023

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 7:28 AM IST

Updated : Dec 13, 2023, 10:32 AM IST

কলকাতা, 13 ডিসেম্বর: এই প্রথমবার 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ হাজির হয়েছিলেন অদিতি রাও হায়দারি। উৎসবে যোগ দিয়ে এক আলাপচারিতায় অংশ নিয়ে বাঙালির প্রিয় বুম্বাদার প্রশংসা করলেন অভিনেত্রী ৷ অন্য একটি প্রসঙ্গে জানালেন, কলকাতার মানুষের সিনেমার প্রতি ভালোবাসা দেখে তিনি আপ্লুত। জনপ্রিয় ওয়েব সিরিজ জুবিলি'র নায়িকা জানান, তিনি আবারও আসতে চান এই শহরের সিনেমার উৎসবে।

2006 সালের মালয়ালম ছবি 'প্রজাপতি' দিয়ে শুরু হয় অদিতির সিনে জীবন। 2011 সালে হিন্দি সিনেমা 'ইয়ে সালি জিন্দেগি'তে অভিনয় করে দর্শক মহলে প্রশংসা পান। তার পর একে একে 'রকস্টার', 'মার্ডার থ্রি', 'পদ্মাবত' থেকে শুরু করে 'ওয়াজির'-র মতো ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন। তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ 'জুবিলি'তেও কাজ করেছেন অদিতি। নায়িকার ভূমিকায় তাঁর অভিনয় দর্শক থেকে শুরু করে সিনে সমালোচকদের প্রশংসা পায়।

কেমন ছিল বুম্বা দা'র সঙ্গে কাজের দিনগুলো?নায়িকা বলেন, "বুম্বাদা খুব সুইট। কীভাবে যে চারশোটি ছবি করলেন তা ভেবেই আমি অবাক হয়ে যাই।..." কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে মুগ্ধ অদিতি। তিনি বলেন, "খুব ভালো লাগছে। ভালো সিনেমার কদর আছে এখানে। পাশাপাশি আমার সঙ্গে বাংলার একটা বিশেষ যোগাযোগও আছে। মা ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। বহুবার এখানে গান গাইতে এসেছেন। তখন আমিও আসতাম মায়ের সঙ্গে। অনেক বাঙালির সান্নিধ্য পেয়েছি। আর এখানকার খাবারও আমার ভালো লাগে। চচ্চরি থেকে শুরু করে শুক্তো আমার বিশেষ পছন্দের খাবার। "

আলাপচারিতায় নায়িকা আরও জানান, তিনি ডাক্তার হতে চেয়েছিলেন। একসময় শিশু চিকিৎসক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকতেন। কম বয়সে নাচ, গানের পাশাপাশি শিখেছিলেন মার্শাল আর্টও। সবথেকে বেশি ঝোঁক ছিল অভিনয়ে ৷ শেষমেশ সেই দিকেই হাঁটলেন অদিতি। এদিন অদিতির সঙ্গে কথোপকথনের সঞ্চালনায় ছিলেন অরিন্দম শীল এবং সুদেষ্ণা রায়। অরিন্দম শীল অদিতির বিষয়ে বলেন, "হর হর ব্যোমকেশ ছবিতে কাজ করার কথা ছিল অদিতির। কিন্তু তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। "

আরও পড়ুন:

  1. বাংলা ছবিতে কাজ করতে চান, কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে ইচ্ছে প্রকাশ মনোজ বাজপেয়ীর
  2. কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্নো অভিনীত প্রথম হিন্দি ছবি 'সুজি কিউ'
  3. মৃণাল সেনকে নিয়ে বিশেষ প্রদর্শনী নন্দনে, 'দ্য ম্যাভেরিক' দেখতে ভিড় আমজনতার
Last Updated : Dec 13, 2023, 10:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details