পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Adipurush Motion Poster: সীতা নবমীতে সামনে এল 'জানকী' কৃতির নতুন পোস্টার

সীতা নবমী উপলক্ষ্যে সামনে এল 'আদিপুরুষ' ছবির নতুন পোস্টার ৷ 16 জুন মুক্তি পেতে চলেছে প্রভাস-কৃতি অভিনীত এই বহু প্রতীক্ষিত ছবি।

Adipurush Motion Poster
কৃতির নতুন মোশন পোস্টার নিয়ে হাজির আদিপুরুষ নির্মাতারা

By

Published : Apr 29, 2023, 1:53 PM IST

Updated : Apr 29, 2023, 5:00 PM IST

হায়দরাবাদ, 29 এপ্রিল:সীতা নবমী উপলক্ষ্যে ফের ছবির একটি নতুন মোশন পোস্টার সামনে আনলেন 'আদিপুরুষ' নির্মাতারা ৷ রামায়ণ-এর গল্পকে আজকের যুগের টেকনলজি দিয়ে তুলে ধরার চেষ্টা করতে চলেছে এই ছবি ৷ ভিএফএক্স এবং অন্য স্পেশাল এফেক্টসের মাধ্যমে এই মহাকাব্যিক প্রাচীন কাহিনিকে আরও আকর্ষণীয় করে মানুষের সামনে তুলে ধরাই ছবির লক্ষ্য ৷ ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন ৷ এদিন কৃতি নিজেই শেয়ার করেছেন তাঁর নতুন ছবির মোশন পোস্টার ৷

রিলিজ হওয়া পোস্টারের ব্যাকগ্রাউন্ডে 'রাম সিয়া রাম' গানটি বাজানোর ব্যবস্থা করেছেন নির্মাতারা ৷ মূল চিত্রপটে ফুটে উঠেছে জানকি রূপী কৃতির মুখ ৷ অবশ্য গতবছর অক্টোবরে টিজার সামনে আসার পর থেকেই বিভিন্ন উৎসব উপলক্ষ্যে নতুন নতুন পোস্টার সামনে এনেছেন নির্মাতারা ৷ এর আগেও চার ধাম যাত্রা উপলক্ষে নতুন পোস্টার সামনে এনেছিলেন নির্মাতারা ৷ আগামীতে ট্রিবেকা ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হতে চলেছে ছবির ৷

এই ছবি নিয়ে পরিচালক ওম রাউত বলেন, "ছবির মাধ্যমে আমরা রামায়নের গল্প ভারতীয় তরুণদের পৌঁছে দিতে চাইছি ৷ পাশাপাশি সারা বিশ্বের তরুণ সমাজের কাছেও গল্পটিকে পৌঁছে দিতে চাই আমরা ৷ তাই ট্রিবেকায় আমাদের কাজকে জায়গা করে দেওয়া তো আমাদের লক্ষ্য ছিলই ৷" ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস । লক্ষণের ভূমিকায় অভিনয় করেছেন সানি সিং এবং হনুমানের ভূমিকায় দেখা যাবে দেবদত্তকে ৷

প্রসঙ্গত, এই ছবির টিজার সামনে আসার পরেই তা নিয়ে শুরু হয়েছিল তীব্র বিতর্ক ৷ লঙ্কেশ রাবণ হিসেবে যেভাবে সইফ আলি সাজানো হয়েছে খানকে তা মোটেই পছন্দ হয়নি নির্মাতাদের ৷ রাবনের লুক নিয়ে প্রশ্ন তো উঠেছে পাশাপাশি ছবির ভিএফএক্স এবং স্পেশাল এফক্টস নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেরা ৷ আগামী 16 জুন মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

আরও পড়ুন:নিউইউর্কের মাটিতে দীপিকাকে নিয়ে প্রশ্ন, রণবীরের উত্তর শুনে চর্চা নেটদুনিয়ায়

Last Updated : Apr 29, 2023, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details