হায়দরাবাদ, 6 এপ্রিল:এবার হনুমান জয়ন্তীতে ছবির নতুন পোস্টার সামনে আনলেন 'আদিপুরুষ' নির্মাতারা । ছবির এই পোস্টারে দেখা গেল হনুমানরূপী দেবদত্ত নাগেকে । যা ইতিমধ্য়েই চর্চা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায় । শুরু হয়ে গিয়েছে ট্রোলিংও । এর আগে রামনবমী উপলক্ষেও ছবির একটি পোস্টার শেয়ার করেছিলেন নির্মাতারা । সেখানে রাম, লক্ষণ, সীতা ও হনুমান সকলেই ছিলেন । নির্মাতারা ছবিটি শেয়ার করেছিলেন 'মন্ত্রের থেকেও বড় তোমার নাম জয় শ্রী রাম' নামে । সেই পোস্টার নিয়েও ট্রোলিং কম হয়নি । কেউ কেউ তো এও লিখেছিলেন 'রাম কে নাম বদনাম না করো' ।
এবার ছবির নতুন পোস্টারে দেখা গেল মহাবলী হনুমানজীকে । ছবিতে এই চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগে । তাঁর এই নতুন পোস্টার শেয়ার করে এদিন নির্মাতারা লিখেছেন, 'জয় পবনপুত্র হনুমান, রামের ভক্ত আর রামকথার প্রাণ' । আদিপুরুষ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 16 জুন । ছবিতে রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রভাস, সীতার চরিত্রে রয়েছেন কৃতি স্য়ানন আর লক্ষণের চরিত্রে রয়েছেন সানি সিংকে । এছাড়া লঙ্কেশ রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে ।