মুম্বই, 5 অক্টোবর:আসন্ন পৌরাণিক ছবি 'আদিপুরুষ'-এর টিজার মুক্তি পেতে না পেতেই তা নিয়ে শুরু হয়েছে শোরগোল ৷ চলেছে প্রচণ্ড ট্রলিং ৷ ছবির ভিএফএক্সের কাজ, রাবণ, রাম এবং সীতার লুক নিয়ে রীতিমতো ব্যঙ্গ শুরু করেছেন নেটিজেনরা (Prabhas New Film Adipurush)৷ ছবিতে রামের চরিত্রে রয়েছেন প্রভাস আর সীতার চরিত্রে দেখা কৃতি শ্যাননকে (Kriti Sanon New Film Adipurush)।
ছবিতে রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে ৷ তবে 2 অক্টোবর টিজারে তাঁর লুক দেখার পর নেটিজেনদের অনেকেরই বক্তব্য সইফকে রাবণ নয়, আলাউদ্দিন খিলজির মতোই বেশি দেখতে লাগছে ( Netizens call Saif Ali Khan Khilji) ৷ এই নয়া লুকের জন্য স্পাইক হেয়ারস্টাইল, লম্বা দাড়ি, চোখে মাসকারা দিয়ে সাজানো হয়েছে সইফ আলি খানকে ৷ তা দেখে একজন নেটিজেন লেখেন, "সত্যি ? রাবণের নাম কি পরিবর্তন করে রিজওয়ান রাখা হয়েছে (Saif Ali Khan)?"
এবার এই নিয়ে মুখ খুললেন পরিচালক ওম রাউত ৷ ওম এর আগে পরিচালনা করেছেন 'তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র'-এর মতো ছবি ৷ তিনি বলেন, "আমি নিশ্চিতভাবে হতাশ হয়েছিলাম ৷ তবে অবাক হইনি কারণ ছবিটি বৃহত্তর মাধ্যম অর্থাৎ বড় পর্দার জন্য তৈরি করা হয়েছে । আপনি এটিকে কিছুটা ছোট পর্দায় দেখতে পারেন কিন্তু মোবাইল ফোনে নামিয়ে আনতে পারবেন না(Om Raut on Trolling Adipurush) ।"