পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Adipurush Box Office Collection: বাদশাকে টেক্কা প্রভাসের, পাঠানকে ছাপিয়ে প্রথমদিনে 140 কোটি আয় আদিপুরুষের - শাহরুখ খান

বলিউডের সিনেমাকে পিছনে ফেলে দিল দক্ষিণী ফিল্ম আদিপুরুষ ৷ যদিও এটি দেশ জুড়ে বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে ৷ তাহলেও পাঠানকে প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষ থেকে নামিয়ে সেখানে জায়গা করে নিল প্রভাসের আদিপুরুষ ৷ ঝুলিতে ভরল 140 কোটি টাকা ৷

Adipurush worldwide Box Office Collection
আদিপুরুষ সিনেমা

By

Published : Jun 17, 2023, 7:25 PM IST

হায়দরাবাদ, 17 জুন: বলিউড অভিনেতা শাহরুখ খানকে মাত দিল দক্ষিণী সুপারস্টার প্রভাস ৷ এখন পর্যন্ত সিনে দুনিয়ায় বাদশার পাঠানের প্রথম দিনের বক্স অফিস আয় ছিল সবচেয়ে বেশি ৷ এবার সেই আয়কে পিছনে ফেলে দিল প্রভাসের সিনেমা আদিপুরুষ ৷ বাহুবলি খ্যাত অভিনেতার এই ছবি প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছে 140 কোটি টাকা ৷ এক বিবৃতিতে বলা হয়েছে, "একটি সিনেমাটিক এক্সট্রাভ্যাঞ্জা, আদিপুরুষ বক্স অফিসে ব্যাপক প্রভাব ফেলেছে ৷ এই ম্যাগনাম অপাসটি গ্লোবাল বক্স অফিসে ঝড় তুলেছে ৷ সিনেমাটি মানুষের মন জয় করে ইতিমধ্যে বক্স অফিসে 140 কোটি টাকা আয় করে ফেলেছে ৷ "

ওম রাউত পরিচালিত রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত ফিল্ম আদিপুরুষ ৷ যেখানে অভিনয় করেছেন প্রভাস, কৃতী শ্যানন ও সইফ আলি খানের মতো তাবড় অভিনেতারা ৷ 500 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে সিনেমাটি ৷ আদিপুরুষ প্যান ইন্ডিয়া আকারে অর্থাৎ দেশজুড়ে হিন্দি থেকে তামিল, বিভিন্ন ভাষায় শুক্রবার ধুমধাম করে মুক্তি পেয়েছে ৷ বহুভাষায় 3ডি চমক রয়েছে ৷ ছবিতে রামের চরিত্রে রয়েছেন প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন এবং রাবণের চরিত্রে সঈফ আলি খান অভিনয় করেছেন । এটি প্রযোজনা করেছেন টি-সিরিজের ভূষণ কুমার ।

নির্মাতারা জানিয়েছে, আদিপুরুষ হৃতিক রোশনের ওয়ার, রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র, এবং শাহরুখ খান-অভিনীত পাঠান ও অন্যান্য ভাষায় মুক্তি পাওয়া যেকোনো হিন্দি সিনেমাকে ছাপিয়ে গিয়ে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করেছে ৷

হিন্দি সিনেমায় এখন পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি আয়:

  • আদিপুরুষ: 140 কোটি টাকা
  • পাঠান: 106 কোটি টাকা
  • ব্রহ্মাস্ত্র: 75 কোটি টাকা
  • ওয়ার: 53.35 কোটি টাকা
  • ঠাগস অফ হিন্দোস্তান: 52.25 কোটি টাকা

আরও পড়ুন:'আদিপুরুষ' নিয়ে কড়া সমালোচনা, হলের সামনেই মারধর ব্যক্তিকে

আদিপুরুষ ছবিটি প্রযোজনা করেছেন কৃষাণ কুমার, রাউত, প্রসাদ সুতার এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার, প্রমোদ এবং ইউভি ক্রিয়েশন্সের ভামসি । তেলেগু, কন্নড় এবং তামিলেও মুক্তি পেয়েছে আদিপুরুষ ৷ এই সিনেমার অগ্রিম বুকিং দেখে বাণিজ্য বিশেষজ্ঞরা আন্দাজ করেছিল আদিপুরুষ প্রথম দিনে 80 কোটি টাকারও বেশি ব্যবসা করবে ৷ তবে তাদের সমস্ত হিসেবকে ছাপিয়ে গিয়ে 140 কোটি টাকা প্রথমদিনেই ঝুলিতে পুরে নিল আদিপুরুষ ৷

ABOUT THE AUTHOR

...view details