হায়দরাবাদ, 24 জুন: আট দিন পার করে ফেলল 'আদিপুরুষ' ৷ কৃতি স্য়ানন-প্রভাসের এই ছবি নিয়ে শুরু থেকেই আলোচনা থেকে শুরু করে সমালোচনা ও বিতর্ক তুঙ্গে উঠেছে ৷ আর আট দিন যেতে না যেতেই এই ছবি মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে ৷ হাল এতটাই শোচনীয় যে হল মালিকরা শো তুলে নিতে বাধ্য হচ্ছেন ৷ শুধু তাই নয় রিপোর্ট বলছে, টি সিরিজের কোনও ছবি এর আগে প্রথম 8 দিনের মধ্যে এত খারাপ ফল করেনি ৷
ওম রাউত পরিচালিত এই মাইথোলজিক্যাল ড্রামার টিজার মুক্তির পর থেকেই শুরু হয়েছিল শোরগোল ৷ এরপর ছবি মুক্তির পর তো আলোচনা আরও তুঙ্গে ওঠে ৷ ছবির সংলাপ, চরিত্রদের লুক থেকে শুরু করে ভিএফএক্স-তীব্র সমালোচিত হয় সমস্তটাই ৷ আজকের যুগের তরুণ-তরুণীদের কাছে রামায়ণের গল্পকে নতুনভাবে পৌঁছে দিতে এই ছবিটি তৈরি করেছিলেন নির্মাতারা ৷ অন্তত তেমনটাই জানিয়েছিলেন মনোজ মুন্তাসির শুক্লা এবং ওম রাউত ৷ কিন্তু রামায়ণ-এর কাহিনিকে যেভাবে তুলে ধরেছেন নির্মাতারা তা বেশিরভাগেরই পছন্দ হয়নি ৷