পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Adipurush Box Office Collection: 'সিঙ্গেল ডিজিট'-এ নামল 'আদিপুরুষ' ছবির আয়! কমল টিকিটের দামও - adipurush criticism

ষষ্ঠ দিনে 'সিঙ্গেল ডিজিট'-এ নেমে গেল ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবির বক্স অফিস কালেকশন ৷ বুধবার মাত্র 7.50 কোটি আয়েই থামল এই ছবি ৷

Adipurush Box Office Collection
সিঙ্গেল ডিজিটে নামল ছবির আয়

By

Published : Jun 22, 2023, 11:40 AM IST

হায়দরাবাদ, 22 জুন: ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবির সমালোচনা করেছে বিভিন্ন মহল ৷ মুক্তির পরই ছবির সংলাপ বিতর্কের মুখে পড়েছে ৷ তার উপর বিতর্ক হয়েছে ভিএফএক্স নিয়েও ৷ বিভিন্ন দৃশ্যে চরিত্রদের যে লুক তুলে ধরা হয়েছে তা নিয়েও আলোচনার অন্ত নেই। বিশেষত রাবণের লুক সবচেয়ে বেশি আক্রমণের মুখে পড়েছে ৷ এই সমস্ত বিতর্কের মাঝেও প্রথম উইকএন্ডটা কোনমতে ভালোই কাটিয়েছিল প্রভাস-কৃতির এই ছবি ৷ তবে এবার পড়ে গেল ছবির আয় ৷ বুধবার তো 'সিঙ্গেল ডিজিট'-এ নেমে এল এই বিগ বাজেট ছবির বক্স অফিস কালেকশন ৷

মুক্তির আগে থেকেই এই ছবির টিকিট বিক্রি নিয়ে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছিলেন নির্মাতারা ৷ ছবির বিপুল সংখ্য়ক টিকিট বিভিন্ন অভিনেতারা কিনেছেন ৷ কার্যত বিনামূল্যে টিকিট বিলিও করা হয়েছে বিভিন্ন সরকারি স্কুলে ৷ ভগবান বজরংবলির জন্য় একটি আসন ছেড়ে রাখার কথাও বলেছিলেন পরিচালক ৷ কিন্তু তাতেও দর্শকের মন পেল না 'আদিপুরুষ' ৷ ষষ্ঠদিনে মাত্র 7.50 কোটি টাকায় করতে পেরেছে এই ছবি ৷

বুধবার রাতে নির্মাতা টি-সিরিজের পক্ষ থেকে এও জানানো হয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কেরল এবং তামিলনাড়ু ছাড়া দেশের বাকি সব জায়গা টিকিটের দাম বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য় অর্ধেক করে দেওয়া হচ্ছে ৷ অর্থাৎ 295 টাকার বদলে এবার থ্রি ডি এই ছবি 150 টাকাতেই দেখতে পাবেন দর্শকরা ৷

আরও পড়ুন:মালাইকা থেকে মিমি, অভিনেত্রীদের ফিটনেসের গোপন রহস্য লুকিয়ে যোগাভ্যাসেই

কিন্তু বড় প্রশ্ন হল 500-600 কোটির বিশাল বাজেটে তৈরি এই ছবির খরচ কি এভাবে তোলা যাবে? তার উত্তর খুঁজছেন নির্মাতারা। এখনও পর্যন্ত আয় কত হল এই ছবির? জানা গিয়েছে দেশ এবং বিদেশ মিলিয়ে প্রায় 395 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ তার মধ্যে দেশ থেকে আয়ের পরিমাণ 255 কোটি টাকা ৷ ছবির মোট আয়ের একটি হিসেব নিজেই শেয়ার করেছেন কৃতি স্য়ানন ৷

ABOUT THE AUTHOR

...view details