হায়দরাবাদ, 22 জুন: ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবির সমালোচনা করেছে বিভিন্ন মহল ৷ মুক্তির পরই ছবির সংলাপ বিতর্কের মুখে পড়েছে ৷ তার উপর বিতর্ক হয়েছে ভিএফএক্স নিয়েও ৷ বিভিন্ন দৃশ্যে চরিত্রদের যে লুক তুলে ধরা হয়েছে তা নিয়েও আলোচনার অন্ত নেই। বিশেষত রাবণের লুক সবচেয়ে বেশি আক্রমণের মুখে পড়েছে ৷ এই সমস্ত বিতর্কের মাঝেও প্রথম উইকএন্ডটা কোনমতে ভালোই কাটিয়েছিল প্রভাস-কৃতির এই ছবি ৷ তবে এবার পড়ে গেল ছবির আয় ৷ বুধবার তো 'সিঙ্গেল ডিজিট'-এ নেমে এল এই বিগ বাজেট ছবির বক্স অফিস কালেকশন ৷
মুক্তির আগে থেকেই এই ছবির টিকিট বিক্রি নিয়ে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছিলেন নির্মাতারা ৷ ছবির বিপুল সংখ্য়ক টিকিট বিভিন্ন অভিনেতারা কিনেছেন ৷ কার্যত বিনামূল্যে টিকিট বিলিও করা হয়েছে বিভিন্ন সরকারি স্কুলে ৷ ভগবান বজরংবলির জন্য় একটি আসন ছেড়ে রাখার কথাও বলেছিলেন পরিচালক ৷ কিন্তু তাতেও দর্শকের মন পেল না 'আদিপুরুষ' ৷ ষষ্ঠদিনে মাত্র 7.50 কোটি টাকায় করতে পেরেছে এই ছবি ৷