হায়দরাবাদ, 3 অগস্ট:বাফটা পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া অভিনেতা আদর্শ গৌরব এবার হাত মেলাতে চলেছেন রিমা কগাতির সঙ্গে ৷ রিমা মূলত পরিচিত তাঁর পরিচালনা এবং লেখনীর কারণে ৷ 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'গালি বয়', 'দিল ধড়ক নে দো'-র মতো ছবি তাঁর কাছ থেকে পেয়েছেন সিনেপ্রেমীরা ৷ জোয়া এবং ফারহান আখতারের সঙ্গে জুটি বেঁধে আগামীতেও 'জি লে জারা'র মতো ছবির কাজে হাত দিতে চলেছেন তিনি ৷ শুধু তাই নয় 'মেড ইন হেভেন 2' সিরিজের পরিচালনাতেও রয়েছেন রিমা ৷ আর এবার তিনি বানাতে চলেছেন 'সুপারম্যান অফ মালেগাঁও' ৷
মালেগাঁও ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচিত স্প্রুফ (প্যারোডির মতো মজা করে তৈরি কম বাজেটের রিমেক ছবি) ছবির জন্য ৷ মালেগাঁও ইন্ডাস্ট্রির প্রচলিত নাম মলিউড ৷ 'মালেগাঁও কে শোলে', 'মালেগাঁও কা ডন'-এর মতো বলিউডের বহু ছবির স্প্রুফ বানিয়ে রীতিমতো চর্চায় উঠে এসেছেন এখানকার কলাকুশলীরা ৷ ছবি নিয়ে কথা বলতে গিয়ে আদর্শ বলেন, "রিমা যখন আমাকে মালেগাঁওয়ের বিষয়ে বলল তখন থেকেই জানতাম এই ছবির জন্য হ্যাঁ বলবই ৷ আমি আগেই মালেগাঁও ফিল্ম ইন্ডাস্ট্রির কথা শুনেছিলাম ৷ যেভাবে ওরা ছবির বাজেট সংগ্রহ করে যেভাবে ছবিটা বানায় তা সত্যিই দারুণ ইন্টারেস্টিং একটা বিষয় ৷"