হায়দরাবাদ, 23 মে:বাংলায় 'দ্য কেরালা স্টোরি' দেখানো নিয়ে বিতর্ক এখনও পর্যন্ত অব্যাহত ৷ এর আগে ছবির প্রযোজক এও দাবি করেছিলেন যে হল মালিকদের ভয় দেখিয়ে এই ছবি বাংলায় দেখাতে দেওয়া হচ্ছে না ৷ কিন্তু হাজারো বিতর্কের মাঝেও বক্স অফিসে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটে চলেছে 'দ্য কেরালা স্টোরি' ৷ সুদীপ্ত সেনের এই ছবি ইতিমধ্যেই আয় করে ফেলেছে 204.47 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে প্রথম সপ্তাহে 90.58 কোটি টাকা আয় করার পর এবার দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে জয়ের রেকর্ড অব্যাহত রেখেছে এই ছবি ৷ দ্বিতীয় সপ্তাহে ছবির আয় ছিল 81.14 কোটি টাকা ৷
স্যাকনিল্কের দেওয়া রিপোর্ট বলছে, গত শুক্রবার 6.6 কোটি টাকা করেছিল এই ছবি ৷ তারপর শনিবার এবং রবিবার আরও 20.65 কোটি টাকা খাতায় যোগ করে 'দ্য কেরালা স্টোরি' ৷ আর সোমবার 'দ্য কেরালা স্টোরি'র আয় ছিল 5.50 কোটি ৷ যার জেরে 200 কোটির ক্লাবেও জায়গা পেয়ে গেল এই কাহিনি ৷ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি ইদনানি ৷