মুম্বই, 11 মে: 'দ্য কেরালা স্টোরি'র জন্য আদা শর্মা এখন চর্চায় ৷ ছবিতে মুখ্য় চরিত্রে রীতিমতো নজর কেড়েছেন তিনি ৷ কেউ কেউ অবশ্য তাঁর উচ্চারণের সমালোচনা করেছেন । তবে এক নারীর মর্মান্তিক যন্ত্রণার ছবিকে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তা অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে ৷ শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে নিজেকে যেভাবে মেলে ধরেছেন তিনি তার প্রশংসা করতেই হয় ৷ 'দ্য কেরালা স্টোরি' সংক্রান্ত চর্চা শেষ হতে না হতেই এবার তাঁর নতুন ছবির ঘোষণাও হল ৷ প্রসঙ্গত, আজ তাঁর জন্মদিন ৷ এই বিশেষ দিনেই জানা গেল তাঁকে আগামীতে শ্রেয়স তলপাড়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ৷
বৃহস্পতিবার নির্মাতারা জানিয়েছেন, শ্রেয়স তলপাড়ের নতুন ছবি 'দ্য় গেম অফ গিরগিট'-এ দেখা যাবে আদাকে ৷ আদা এই ছবিতে অভিনয় করবেন একজন পুলিশ অফিসারের চরিত্রে ৷ পরিচালক বিশাল পাণ্ডে ৷ কয়েকদিন আগে রীতিমতো চর্চায় উঠে এসেছিল ব্লু হোয়েল নামক একটি গেম ৷ এই খেলার এক পর্যায়ে খেলোয়াড়কে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হত ৷ এই ধরনের একটি গেমের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবিটি ৷