কলকাতা, 26 ডিসেম্বর:ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছিলেন অথচ অনুষ্ঠানে আসেননি ৷ এমনই প্রতারণার অভিযোগ করেছিলেন কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মকর্তারা ৷ আর সেই কারণেই নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয় বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে ৷ সেই প্রতারণা মামলার জেরেই কলকাতায় আসতে হল সলমন খানের নায়িকাকে ৷ উপস্থিত হতে হল শিয়ালদা আদালতে ৷
2018 সালে তাঁর বিরুদ্ধে থানায় এই মামলা দায়ের করা হয় ৷ মামলাটি ওঠে শিয়ালদহ আদালতে ৷ এরপর সেপ্টেম্বর মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত । ফলে 11 ডিসেম্বর আদালতে হাজির হয়েছিলেন অভিনেত্রী ৷ তাঁর অন্তর্বতীকালীন জামিন ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে ৷ সেই মামলার শুনানির জেরেই মঙ্গলবার তাঁকে আসতে হল শিয়ালদায় ৷ কলকাতা পুলিশ সূত্রের খবর, জারিন খান এবং তাঁর সেক্রেটারির বিরুদ্ধে এই প্রতারণার মামলা করা হয় । মঙ্গলবার দুপুরে শিয়ালদা আদালত চত্বরে দেখা যায় জারিনকে ৷ স্বাভাবিকভাবেই সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয় । এদিন জারিনের পরনে ছিল নীল রঙের একটি টিশার্ট ৷