কলকাতা, 3 সেপ্টেম্বর: আসছে নতুন ওয়েব সিরিজ 'সম্পর্ক'। নীল বি মিত্রর লেখনীতে এই সিরিজের পরিচালনায় অভ্রজিৎ সেন। হইচইতে আসছে নয়া ওয়েব সিরিজ। রবিবার সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত ৷ নতুন এই সিরিজে অভিনেত্রীর চরিত্রের নাম হতে চলেছে পিয়া।
অভিনেত্রী এই খবর জানানোর পরেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ তবে, এই সিরিজের ব্যাপারে এখুনি কিছু বলতে নারাজ স্বস্তিকা, সাফ জানিয়ে দিয়েছেন তিনি স্বয়ং। সামাজিক মাধ্যমে নতুন কাজের খবর দিয়ে লিখেছেন, 'বর্তমানের জন্য প্রাক্তনের প্রয়োজন'। এ কি কারোর প্রতি কোনওরূপ ইঙ্গিত নাকি নিছকই সিরিজের ট্যাগলাইন তা জানতে ফোন করা হয় অভিনেত্রীকে ৷ তিনি বলেন, "ওয়েব সিরিজের নাম সম্পর্ক ৷ আর সেখানে ট্যাগলাইনের কথা বললে বলতে হয়, আমি মনে করি না, বর্তমানের জন্য প্রাক্তনের কোনও প্রয়োজন আছে বলে ৷"
পরিচালক অভ্রজিৎ সেনের সদ্য বানানো ওয়েব সিরিজ 'ডাকঘর' ভালোবেসেছে দর্শক। এবার শুরু 'সম্পর্ক'র লড়াই। নীল বি মিত্রর লেখনীতে এর আগে এসেছে বাংলা সিনেমা 'অবশেষে' এবং 'অন্য বসন্ত'। আর 'দাওয়াত এ বিরিয়ানি' নামের ওয়েব সিরিজটিও তাঁরই লেখা। নীল ইটিভি ভারতকে বলেন, "সম্পর্কর গল্প নিয়ে কিছুই বলা সম্ভব নয় আমার পক্ষে এই মুহূর্তে। সবই জানানো হবে প্রযোজনা সংস্থার তরফে।"
আরও পড়ুন: চোরা শিকারের তদন্তে মিতিন মাসি, মুক্তি পেল টিজার
স্বস্তিকা দত্ত অভিনীত ওয়েব সিরিজ 'গভীর জলের মাছ ' দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সাহান দত্ত পরিচালিত এই ওয়েব সিরিজে স্বস্তিকা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল ঊষসী রায়, অনন্যা সেন ও তৃণা সাহাকে ৷ এই সিরিজের পরেই মুখ্য চরিত্র নিয়ে ওয়েবে ফিরতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বেশ কিছুদিন আগেই শেষ করেছেন 'তোমার খোলা হাওয়া' ধারাবাহিকের কাজ। শেষ হয়েছে ধারাবাহিকটিও। এরপর অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, ভালো খবর দেব। সেইমতো অনুরাগীদের রবিবার দিয়েছেন সেই ভালো খবর ৷