পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Subhashree Ganguly: ওটিটি-তে পা রেখেই শুভশ্রী খুলছেন 'ইন্দুবালা ভাতের হোটেল' - এসভিএফ এর সঙ্গে ফের কাজ করতে চলেছেন শুভশ্রী

শুভশ্রী খুলছেন ভাতের হোটেল! কি চমকে গেলেন ? না চমকানোর কোনও কারণ নেই। বরং একটা দারুণ সুখবর। তিনি যে এরকম কিছু একটা করতে চলেছেন তা কিন্তু বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল ৷ এবার সেই গুঞ্জনের জল্পনা উড়িয়ে নায়িকা নিজে মুখে বললেন সেই কথা ৷ আসলে ওটিটি-তে অভিষেক ঘটতে চলেছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Actress Subhashree Ganguly is debut on OTT)। কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল'-কেই ওটিটি-তে নিয়ে আসছেন দেবালয়।

Subhashree Ganguly
ওটিটি-তে অভিষেক ঘটতে চলেছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের

By

Published : Jul 29, 2022, 11:09 PM IST

কলকাতা, 29 জুলাই:ওটিটি-তে পা রেখেই ভাতের হোটেল খুলবেন রাজ পত্নী শুভশ্রী ৷ বেশ কয়েকদিন ধরেই কানাঘুষোয় চলছিল, এসভিএফ-এর সঙ্গে ফের কাজ করতে চলেছেন শুভশ্রী। কিন্তু সেটা বড়পর্দায় না কি, ছোটপর্দায় না ওটিটি-তে ? তার সঠিক হদিশ মিলছিল না। এবার সব জল্পনার অবসান! জানা গেল পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে ওটিটি-তে পা রাখছেন তিনি (Actress Subhashree Ganguly is debut on OTT)। শুভশ্রী অভিনীত আসন্ন এই সিরিজটির নাম 'ইন্দুবালা ভাতের হোটেল'।

হইচইতে আসবে এই সিরিজ। অগস্টের শেষে শুরু হতে চলেছে তার শ্যুটিং। গল্পের দিকে তাকালে জানা যায়, ইন্দুবালা পূর্ব পাকিস্তানের খুলনা জেলার কলাপোতা গ্রামের মেয়ে। বাংলাদেশে তখন চলছে স্বাধীনতার লড়াই। মেয়েকে বিষবাষ্প থেকে বাঁচাতে বাপ খুব অল্প বয়সে ইন্দুর বিয়ে দিয়ে দেয় কলকাতার এক মাতাল ছেলের সঙ্গে। সেই ছেলের আগেও একটি বিয়ে হয়েছিল। সোজা কথায় ইন্দু পেল দোজ বর। তিন সন্তানকে নিয়ে ইন্দু খুব কম বয়সেই বিধবা হয়।

আরও পড়ুন:রঙে যুযুধান, তবু অটুট মনের বাঁধন ! মিঠুনদাকে মিস করছেন দেব

এক বিহারী মাছওয়ালি লছমির সহযোগিতাতে ভাতের হোটেল খোলে ইন্দু। দিনে-দিনে বড় হয় সেই হোটেল। ভারত এবং বাংলাদেশ-দুই দেশেরই সুস্বাদু খাবার পাওয়া যায় ইন্দুবালার ভাতের হোটেলে। এরপর পূর্ব পাকিস্তান একদিন বাংলাদেশ হল, সেদিন ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়ল ইন্দুবালা ভাতের হোটেলে। কেমন ছিল সেই সব দিন? চাক্ষুষ হবে দেবালয়ের সিরিজের হাত ধরে। কল্লোল লাহিড়ী তাঁর এই গল্পের সিরিজকে কয়েকটি ভাগে ভাগ করেছিলেন ৷ এপার ও ওপার বাংলার কয়েকটি সুস্বাদু জনপ্রিয় খাবারের নাম দিয়ে। এবার দেবালয় তাঁর সিরিজটিকে কীভাবে এগিয়ে নিয়ে চলেন সেটাই দেখার।

শুভশ্রী নিজের এই নয়া শুরুয়াত নিয়ে জানান, প্রথমত আমি অত্যন্ত উচ্ছ্বসিত যে শেষমেশ আমি ওটিটি-তে ডেবিউ করতে পেরেছি এবং সেটাও হইচই-এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে। বলা বাহুল্য, বাংলার একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। এখানে আমার চরিত্রের অনেকগুলো স্তর রয়েছে। যার ফলে চ্যালেঞ্জও অনেক বেশি। এজন্যেই আমার মনে হয়েছে ডেবিউ করার জন্য এই সিরিজটিই শ্রেষ্ঠ। তিনি আরও জানান, ইন্দুবালা জটিল, অনুপ্রেরণামূলক এবং শক্তিশালী একটা চরিত্র। সত্যি বলতে আমি কিছুটা নার্ভাস এবং একই সঙ্গে দারুণ উৎসাহিত। অনেকদিন ধরেই আমার দেবালয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা। এবার ইচ্ছাপূরণ হতে চলেছে। আমি নিশ্চিত যে গোটা টিম কঠোর পরিশ্রম করবে, 'ইন্দুবালা ভাতের হোটেল' সফল করতে।

আরও পড়ুন:জুটিতে বনি-কৌশানির সঙ্গেই কৌশিক-চূর্ণী, হাজির 'শুভ বিজয়া'র ফার্স্ট লুক

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details