কলকাতা, 21 সেপ্টেম্বর: মা হতে চলেছেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে খুশির এই খবরটা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে ৷ শুভেচ্ছাবার্তা শুভাকাঙ্খীদের ৷ তবে এটা প্র্যাঙ্ক না নচুন ছবি ঘোষণা নাকি সত্যি তিনি অন্তঃসত্ত্বা, তা এখনও স্পষ্ট নয় কারোর কাছেই ৷ এই বিষয়ে অভিনেত্রীকে ফোন করা হলে, তিনি কোনও উত্তর দেননি ৷
ঋতাভরি লিখেছেন, "আমি এবং আমার হাজবেন্ড এটা জানাতে পেরে খুশি যে আমি অন্তঃসত্ত্বা ৷ আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছা চাই ৷" এর পরে তিনি লেখেন, "এই জার্নিটা নয় মাসের ৷ আমি এই জার্নির প্রত্যেকটা পদক্ষেপ আর অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করব ৷" 'ফাটাফাটি' অভিনেত্রীর এমন ঘোষণা আসতেই নেটমাধ্যমে বইছে শুভেচ্ছা বার্তা ৷
সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "ওহ মাই গড, অনেক অভিনন্দন ৷ ভালোবাসা ৷" সুখবর পাওয়ার পরেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা ৷ তিনি বলেন, "অভিনন্দন ৷ খুব খুশি হয়েছি ৷ খুদে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷ নিজের যত্ন নিও ৷ অনেক ভালোবাসা ৷"