মুম্বই, 8 অক্টোবর:যুদ্ধে বিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন বলিউডের অভিনেত্রী নুসরত ভারুচা ৷ আজ দুপুরে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান ৷ তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে ৷ তবে তাঁর চোখে-মুখে ধরা পড়েছে আতঙ্কের ছাপ ৷ হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইজরায়েলে গিয়েছিলেন অভিনেত্রী ৷ তবে হামাসের বেনজির আক্রমণে ইজরায়েলে যুদ্ধ শুরু হওয়ায় সেখানে আটকে পড়েছিলেন তিনি ৷
রবিবার দুপুরে যখন নুসরত মুম্বই বিমানবন্দরে পৌঁছন, তখন তাঁর মধ্যে স্পষ্ট ছিল আতঙ্কের ছায়া ৷ রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে ৷ ইজরায়েলে তাঁর অভিজ্ঞতার কথা জানতে বিমানবন্দরে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ তবে সেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার মতো অবস্থায় ছিলেন না অভিনেত্রী ৷ তাঁর নিরাপত্তা রক্ষীরা তাঁকে ভিড়ের মধ্যে থেকে নিরাপদে বের করে নিয়ে যান ৷ সাংবাদিকদের উদ্দেশে নুসরত এটুকু বুঝিয়ে দেন, এই আতঙ্ক কাটাতে তাঁর একটু সময় লাগবে ৷ আগে তিনি বাড়ি ফিরতে চান ৷ পরে নিজের প্রতিক্রিয়া জানাবেন ৷
হামাস জঙ্গিদের সঙ্গে যুদ্ধে অগ্নিগর্ভ ইজরায়েলে আটকে পড়েছিলেন অভিনেত্রী নুসরত ভারুচা ৷ শনিবার তাঁর দলের এক সদস্য এ কথা জানান ৷ তিনি জানিয়েছিলেন যে, প্রাথমিকভাবে বেশ কিছুক্ষণ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ পরে জানানো হয় যে, নুসরতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দূতাবাসের চেষ্টায় তাঁকে নিরাপদে দেশে ফেরানোর চেষ্টা চলছে ৷