কলকাতা, 5 ডিসেম্বর:করোনার সময়ে বহু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা । আর তাঁর সঙ্গী ছিলেন সব্যসাচী । আমফান এবং কোভিডের দ্বৈত দাপটে মানুষের কাছে খাবার থেকে শুরু করে ওষুধ পৌঁছে ব্যবস্থা করে দিয়েছিলেন তাঁরা । একইভাবে নিজের পোষ্য বোজো আর তোজোর পাশাপাশি ঐন্দ্রিলা সমান ভালোবাসতেন রাস্তার কুকুরদেরও । তাদের জন্য বিস্কুট সবসময় থাকত ঐন্দ্রিলার কাছে । বোজো, তোজো আজও কলিং বেল বাজলেই ভাবে তাদের 'মা' এসেছে । বেল বাজলে এক ছুট্টে চলে যায় দরজার কাছে।
ঐন্দ্রিলার স্মরণে 'ঐন্দ্রিlife' নামের একটি অনুষ্ঠানে এসে অশ্রুভেজা চোখে এমনটাই জানালেন অভিনেত্রীর মা শিখা শর্মা (Actress Mother Says She Will Fulfil The Dream of Aindrila)। পাশাপাশি আরও অনেক কাজ করার ছিল অভিনেত্রীর ৷ বিশেষত ইচ্ছা ছিল একটি অনাথ আশ্রম এবং একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলার ৷ তাই শিখা শর্মা এদিন আরও বলেন,"মেয়েটার আরও অনেক কাজ করার বাকি ছিল। অনেককিছু দেওয়ার ছিল ওর । কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছিল ৷ পাশাপাশি চলছিল অভিনয়ও । মেয়েটার ইচ্ছা ছিল বহরমপুরে একটা অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রম গড়ে তুলবে । কিছুই আর হল না(Death of Aindrila Sharma ) । মাত্র 24 বছর বয়সেই সব শেষ। সব ইতিহাস হয়ে গেল (Actress Mother on Aindrila)।"