পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Uttam Kumar: মহানায়কের প্রয়াণ দিবসে 'জীবনকৃতী' সম্মানে সম্মানিত হবেন মাধবী মুখোপাধ্যায় - অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

Uttam Kumar lifetime achievement Award: 24 জুলাই মহানায়কের প্রয়াণ দিবসে জীবনকৃতী সম্মানে সম্মানিত করা হবে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে। রয়েছে দুস্থ কলাকুশলীদের পাশে দাঁড়ানোর কর্মসূচিও। আয়োজনে 'উত্তম কুমার মৃত্যুবার্ষিকী মেমোরিয়াল কালচারাল কমিটি'।

Etv Bharat
উত্তম মঞ্চে উত্তম সন্ধ্যা

By

Published : Jul 22, 2023, 9:09 PM IST

Updated : Jul 22, 2023, 10:23 PM IST

কলকাতা, 22 জুলাই: সময়ের স্রোতে বয়ে গিয়েছে 44টা বছর ৷ কিন্তু আজও রয়ে গিয়েছেন বাঙালির মনের মণিকোঠায় ৷ অরুণ কুমার চট্টোপাধ্যয় ওরফে উত্তম কুমার ৷ 24 জুলাই মহানায়কের প্রয়াণ দিবস ৷ এই দিনটাকে ঘিরে নানা প্রান্তে হয়ে থাকে নানান অনুষ্ঠান ৷ 'উত্তম কুমার মৃত্যুবার্ষিকী মেমোরিয়াল কালচারাল কমিটি' প্রতি বারের মতো এইবারও সাংস্কৃতিক ও সেবামূলক কাজের পরিকল্পনা গ্রহণ করেছে ৷

সভাপতি দেবাশিস কুমার ও প্রধান পৃষ্ঠপোষক কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতি বছর এই দিনে উত্তম মঞ্চে অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক তন্ময় কর বললেন, "আমাদের মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র একটি সাস্কৃতিক অনুষ্ঠান করা নয়, আসল উদ্দেশ্য হল মহানায়কের দুঃস্থ কলাকুশলীদের প্রতি যে দায়বদ্ধতা ছিল সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাঁর সমসাময়িক দুস্থ শিল্পীদের আর্থিক সাহায্য ও চিকিৎসার ব্যবস্থা করা।"

তিনি আরও জানিয়েছেন, এই দিন উত্তম কুমার স্মরণে অ্যাওয়ার্ড সেরেমনিও হবে ৷ আগামী 24 জুলাই, বিকেল 5টায় 'উত্তম স্মরণ সন্ধ্যা'য় উত্তম মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। মহানায়কের স্মৃতির উদ্দেশ্য উত্তম মঞ্চ তৈরি করেন তাঁর ভাই তথা অভিনেতা তরুণ কুমার। সত্য বন্দ্যোপাধ্যায় এবং মহানায়কের মা চপলা দেবী এই এই উত্তম মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এর আগে সংস্থার পক্ষ থেকে 'জীবনকৃতি সম্মান'-এ সম্মানিত হয়েছেন প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত চিত্রগ্রাহক নিমাই ঘোষ, অভিনেত্রী রত্না ঘোষাল প্রমুখ।

আরও পড়ন:প্রয়াত চার্লি-কন্যা জোসেফিন চ্যাপলিন

এই বছর এই সম্মানে ভূষিত হবেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এছাড়াও চিকিৎসা বিষয়ে সাহায্য করা হবে মহানায়কের সমসাময়িক দুঃস্থ কলাকুশলীদের। এর মধ্যে অন্যতম সহকারী ক্যামেরাম্যান গোকুল পাণ্ডে। তিনি কাজ করেছেন ' সন্ন্যাসী রাজা', 'সিস্টার', 'সমাধান', 'কলঙ্কিনী কঙ্কাবতী', 'দর্পচূর্ণ', 'দেবদাস', 'বাঘবন্দি খেলা'র মতো ছবিতে। এছাড়াও অন্যান্য কলাকুশলীদের মধ্যে কার্তিক মণ্ডল, গৌর কর্মকার, বীরেশ চট্টোপাধ্যায়কেও সাহায্য করা হবে এই দিন সন্ধ্যায়।

Last Updated : Jul 22, 2023, 10:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details