হায়দরাবাদ, 16 জুন: তাঁকে ভালোবাসা যায় আবার তাঁকে ঘৃণাও করা যায় ৷ কিন্তু উপেক্ষা করা যায় না ৷ তিনি বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত ৷ কেরিয়ারের শিখরে থাকলেও 2017 পর থেকে তাঁর অধিকাংশ ছবি পেয়েছে ফ্লপের তকমা ৷ কিন্তু তাঁর অভিনয় নজর কেড়েছে ৷ আবারও তিনি চর্চায় ৷ বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ৷ কঙ্গনার প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেতে চলেছে 'টিকু ওয়েডস শেরু' ৷ তারই প্রোমোশনে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী কঙ্গনা ৷ সেখানেই তিনি জানালেন কবে বসছেন বিয়ের পিঁড়িতে ৷
সাই কবীর শ্রীবাস্তব পরিচালিত 'টিকু ওয়েডস শেরু' ছবির মুখ্য চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অভনীত কৌর ৷ ছবির মুক্তি 23 জুন ওটিটি প্ল্যাটফর্মে ৷ সম্প্রতি এই ছবির ট্রেলার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ৷ ছবির প্রমোশনে সাংবাদিককদের মুখোমুখি হয়েছিলেন কঙ্গনা ৷ বিয়ে নিয়ে যখন ছবির গল্প, স্বাভাবিকভাবেই উঠে এসেছে কঙ্গনার বিয়ের প্রসঙ্গও ৷
কবে বিয়ে করছেন এই প্রশ্ন উঠতেই কঙ্গনা বলেন, "প্রত্যেক কিছুর নির্দিষ্ট একটা সময় থাকে ৷ যখন বিয়ের সময় আসবে তখন নিশ্চই বিয়ে নিয়ে ভাবব ৷ আমিও চাই বিয়ে করতে, নিজের পরিবার তৈরি করতে ৷ কিন্তু সঠিক সময় আসলেই সেটা হবে ৷" যদি টিকু ওয়েডস শেরু ছবির চিত্রনাট্যের কথা বলা হয় তাহলে, ডার্ক কমেডির মজা পাবেন দর্শক এই ছবির মাধ্যমে ৷ আরব সাগরের তীরে একজন উঠতি জুনিয়র আর্টিস্ট ও একজন অভিনেত্রী হতে ইচ্ছুক দুই যুগলের জার্নি তুলে ধরা হয়েছে মজার ছলে ৷