পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kangana on Marriage Plans: বিয়ে করতে চান কঙ্গনা, কবে সেটাও জানালেন অভিনেত্রী - মণিকর্ণিকা প্রযোজনা সংস্থা

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মণিকর্ণিকা প্রযোজনা সংস্থায় মুক্তি পেতে চলেছে 'টিকু ওয়েডস শেরু' ৷ ছবির প্রমোশনে এসে মুখ খুললেন নিজের বিয়ে নিয়েও ৷

Etv Bharat
বিয়ে করতে চান কঙ্গনা

By

Published : Jun 16, 2023, 10:05 PM IST

হায়দরাবাদ, 16 জুন: তাঁকে ভালোবাসা যায় আবার তাঁকে ঘৃণাও করা যায় ৷ কিন্তু উপেক্ষা করা যায় না ৷ তিনি বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত ৷ কেরিয়ারের শিখরে থাকলেও 2017 পর থেকে তাঁর অধিকাংশ ছবি পেয়েছে ফ্লপের তকমা ৷ কিন্তু তাঁর অভিনয় নজর কেড়েছে ৷ আবারও তিনি চর্চায় ৷ বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ৷ কঙ্গনার প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেতে চলেছে 'টিকু ওয়েডস শেরু' ৷ তারই প্রোমোশনে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী কঙ্গনা ৷ সেখানেই তিনি জানালেন কবে বসছেন বিয়ের পিঁড়িতে ৷

সাই কবীর শ্রীবাস্তব পরিচালিত 'টিকু ওয়েডস শেরু' ছবির মুখ্য চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অভনীত কৌর ৷ ছবির মুক্তি 23 জুন ওটিটি প্ল্যাটফর্মে ৷ সম্প্রতি এই ছবির ট্রেলার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ৷ ছবির প্রমোশনে সাংবাদিককদের মুখোমুখি হয়েছিলেন কঙ্গনা ৷ বিয়ে নিয়ে যখন ছবির গল্প, স্বাভাবিকভাবেই উঠে এসেছে কঙ্গনার বিয়ের প্রসঙ্গও ৷

কবে বিয়ে করছেন এই প্রশ্ন উঠতেই কঙ্গনা বলেন, "প্রত্যেক কিছুর নির্দিষ্ট একটা সময় থাকে ৷ যখন বিয়ের সময় আসবে তখন নিশ্চই বিয়ে নিয়ে ভাবব ৷ আমিও চাই বিয়ে করতে, নিজের পরিবার তৈরি করতে ৷ কিন্তু সঠিক সময় আসলেই সেটা হবে ৷" যদি টিকু ওয়েডস শেরু ছবির চিত্রনাট্যের কথা বলা হয় তাহলে, ডার্ক কমেডির মজা পাবেন দর্শক এই ছবির মাধ্যমে ৷ আরব সাগরের তীরে একজন উঠতি জুনিয়র আর্টিস্ট ও একজন অভিনেত্রী হতে ইচ্ছুক দুই যুগলের জার্নি তুলে ধরা হয়েছে মজার ছলে ৷

ছবিতে অভিনয় প্রসঙ্গে নওয়াজ বলেন, "এই ছবিতে কমেডির মোড়কে একটা লড়াই তুলে ধরা হয়েছে ৷ নিজের স্বপ্নকে সফল করার জার্নি তুলে ধরা হয়েছে ৷ টিকু আর শেরু দুজনেই আলাদা ব্যক্তিত্বের ৷ কিন্তু তাঁদের স্বপ্ন এক ৷"

আরও পড়ুন: অগ্রিম বুকিংয়ে কেজিএফ 2'কে পিছনে ফেলল আদিপুরুষ, সামনে কেবল পাঠান

প্রসঙ্গত, প্রযোজনার পাশাপাশি কঙ্গনা ব্যস্ত রয়েছেন তাঁর আপকামিং ছবি নিয়েও ৷ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন তিনি ৷ ছবির নাম 'এমারজেন্সি' ৷ এই ছবির হাত ধরেই প্রথম একক পরিচালক হিসাবে হাত পাকিয়েছেন কঙ্গনা ৷ কঙ্গনা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরী, শ্রেয়স তলপড়ে ৷ এছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে 'চন্দ্রমুখী-টু' ৷ তামিলের ব্লকব্লাস্টার ছবি 'চন্দ্রমুখী'র সিক্যুয়েল হতে চলেছে এই ছবি ৷ 'চন্দ্রমুখী'তে অভিনয় করেছিলেন রজনীকান্ত ও জ্যোথিকা ৷

ABOUT THE AUTHOR

...view details