মুম্বই, 30 ডিসেম্বর: অভিনেত্রী ছবি মিত্তালের নামটা আজ নেটিজেনদের কাছে একটু অন্যভাবে পরিচিত ৷ কিছুদিন আগেই স্তন ক্যানসারের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়ে ফিরেছেন তিনি ৷ এর আগেই গর্বের সঙ্গে শরীরের আঘাতের ক্ষতচিহ্ন নিয়ে ক্যামেরার সামনে এসেছিলেন তিনি ৷ তিনি যুদ্ধজয়ী, ফলে চিহ্ন তো লুকোনোর কিছু নেই ৷ অনেকেই পরামর্শ দিয়েছিলেন লেজার ট্রিটমেন্ট করে দাগ সরিয়ে ফেলতে, তবে ছবি তা করেননি ৷ বছর শেষের আগে ফের নতুন লুকে ভাইরাল হলেন ছবি ৷
কিছুদিন আগেই দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন ছবি ৷ আর এবারও তাঁর যে ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন এই নায়িকা তাতে দাগ আড়াল করার কোনও চেষ্টা করেননি তিনি (Chhavi embraces surgery scar in holiday pics )৷ বরং তাঁর নতুন ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, "এই বছর এটাই ছিল আমার অর্জন ৷ একটা নতুন জীবন ৷ যা আরও সুন্দর এবং আরও শক্তিশালী।" এবারের ছবিতে তাঁকে দেখা গিয়েছে সাদা সাঁতারের পোশাকে ৷ তাঁর এই ছবিতেও পিঠে স্পষ্ট অস্ত্রোপচারের দাগ ( Chhavi Mittal embraces Cancer surgery scar )৷