পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tathagata Mukherjee New Look: প্রথম দেখায় চেনাই যায় না ! তথাগতর ভোলবদলে অবাক অনুরাগীরা - হরগৌরী পাইস হোটেল

'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অন্যরকম চরিত্রে দেখা যাবে তথাগত মুখোপাধ্যায়। চরিত্রের সঙ্গে মানানসই লুক আরও বেশি চর্চায় ৷ তথাগত ওরফে খোকনকে নতুন ধারাবাহিকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরাও ৷

Etv Bharat
তথাগতর ভোলবদলে অবাক অনুরাগীরা

By

Published : Jul 12, 2023, 9:22 PM IST

Updated : Jul 13, 2023, 8:12 AM IST

কলকাতা, 12 জুলাই: বরাবরই নিজের চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন অভিনেতা তগাগত মুখোপাধ্যায় ৷ সাম্প্রতিক সময়ে একটি ধারাবাহিকের জন্য তথাগতর ভোলবদল চমকে দিয়েছে দর্শকদের ৷ 'হরগৌরী পাইস হোটেল'-এর দর্শকদের জানিয়ে দিলেন অভিনয়ে তথাগত নয়, খোকন এসেছেন ৷

পরনে সাদা ধুতি, পাঞ্জাবি আর হলুদ রোদচশমা। আর কাঁধে তোয়ালে। জনপ্রিয় ধারাবাহিকে অভিনেতা তথাগতর প্রবেশ চমকে দিয়েছে অনুরাগীদের ৷ শুধু তাই নয়, ধারাবাহিকের জন্য চুলে আলাদা ছাঁটও দিতে হয়েছে তাঁকে। চরিত্রের প্রয়োজনে মোটা গোঁফও রেখেছেন তিনি। চরিত্রটি মজার হলেও গভীরতা আছে বলে জানিয়েছেন তথাগত মুখোপাধ্যায়।

তিনি ইটিভি ভারতকে বলেন, "শহরের উষ্ণতম দিনের প্রিমিয়ারে গিয়েছিলাম। খোকনের চুল আর গোঁফের কারণে আমাকে দেখে অনেকে চিনতেই পারেননি। এটা একটা বড় প্রাপ্তি বলে মনে করি আমি।" ধারাবাহিকের খোকন ঠিক কীরকম ? অভিনেতা বলেন, "খোকন ভালোর জন্য ভালো আর খারাপের সঙ্গে খারাপটা করে। কাজটা তার ছোট। সে গুণ্ডা প্রকৃতির। কিন্তু মনটা উদার।"

তিনি আরও বলেন, "সে অনায়াসে একজন বিবাহিত মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়। জগৎটাকে সে লার্জার দ্যান লাইফ বলে মনে করে। এরকম চরিত্র আমি প্রথম করছি। নেগেটিভ চরিত্র করেছি নানা রকমের। কিন্তু এরকমটা আগে করিনি। খোকনের শারীরিক ভাষা, অভিব্যক্তি, কথা বলার ধরণ আমার সঙ্গে মেলে না। এরকম চরিত্রে নিজেকে অনেক ভাঙা যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অন্যরকম দেখে ভালো লাগছে।" উল্লেখ্য, নিজের লুকের সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন অভিনেতা ৷

আরও পড়ুন:প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নীল-তৃণা, আজ শুটিং শেষ 'তিলোত্তমা'র

অন্যদিকে, মুক্তির পথে তথাগত পরিচালিত দুটি ছবি 'গাকি' এবং 'পারিয়া'। মে মাসেই তিনি শেষ করেছেন 'পারিয়া' ছবির শুটিং। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। অন্য কোনও ছবি পরিচালনার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, "আগামী তিন-চার মাস তো নয়ই। কেন না, এখন টেলিভিশনের কাজটাই করব বেশ অনেকগুলো দিন। লেখালিখি চলছে। 'পারিয়া'র পোস্ট প্রোডাকশন চলছে। 'গাকি'র কাজও প্রায় শেষ।"

Last Updated : Jul 13, 2023, 8:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details