কলকাতা, 12 জুলাই: বরাবরই নিজের চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন অভিনেতা তগাগত মুখোপাধ্যায় ৷ সাম্প্রতিক সময়ে একটি ধারাবাহিকের জন্য তথাগতর ভোলবদল চমকে দিয়েছে দর্শকদের ৷ 'হরগৌরী পাইস হোটেল'-এর দর্শকদের জানিয়ে দিলেন অভিনয়ে তথাগত নয়, খোকন এসেছেন ৷
পরনে সাদা ধুতি, পাঞ্জাবি আর হলুদ রোদচশমা। আর কাঁধে তোয়ালে। জনপ্রিয় ধারাবাহিকে অভিনেতা তথাগতর প্রবেশ চমকে দিয়েছে অনুরাগীদের ৷ শুধু তাই নয়, ধারাবাহিকের জন্য চুলে আলাদা ছাঁটও দিতে হয়েছে তাঁকে। চরিত্রের প্রয়োজনে মোটা গোঁফও রেখেছেন তিনি। চরিত্রটি মজার হলেও গভীরতা আছে বলে জানিয়েছেন তথাগত মুখোপাধ্যায়।
তিনি ইটিভি ভারতকে বলেন, "শহরের উষ্ণতম দিনের প্রিমিয়ারে গিয়েছিলাম। খোকনের চুল আর গোঁফের কারণে আমাকে দেখে অনেকে চিনতেই পারেননি। এটা একটা বড় প্রাপ্তি বলে মনে করি আমি।" ধারাবাহিকের খোকন ঠিক কীরকম ? অভিনেতা বলেন, "খোকন ভালোর জন্য ভালো আর খারাপের সঙ্গে খারাপটা করে। কাজটা তার ছোট। সে গুণ্ডা প্রকৃতির। কিন্তু মনটা উদার।"