হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: পথ দুর্ঘটনায় প্রয়াত অনুরাগীর বাড়িতে হাজির হলেন অভিনেতা সূর্য ৷ সমবেদনা জানালেন গোটা পরিবারকে ৷ 'জয় ভীম'-এর মতো ছবির জন্য় এখন দেশ জুড়ে রীতিমতো পরিচিত নাম সূর্য ৷ দক্ষিণি এই সুপারস্টারকে আগামিদিনেও দেখা যাবে বেশ কয়েকটি ছবিতে ৷ তবে আপাতত তিনি চর্চার কেন্দ্রে উঠে এলেন তাঁর এই মানবিক ব্য়বহারের কারণে ৷ অনুরাগীদের সঙ্গে বেশ সুন্দর ব্যবহারের জন্য় এমনিতেই পরিচিত দক্ষিণী তারকারা ৷ রাম চরণ, প্রভাস, জুনিয়ার এনটিআর প্রত্য়েকেই অনুরাগীদের সঙ্গে মানবিক ব্যবহার করেন ৷ এক্ষেত্রে ব্যতিক্রম নন সূর্যও ৷
সম্প্রতি তাঁকে দেখা গেল অরবিন্দ নামের এক অনুরাগীর বাড়িতে ৷ কিছুদিন আগই একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অরবিন্দ নামে ওই ব্যক্তির ৷ অভিনেতার ঘনিষ্ঠমহলের সূত্রে বর্তমানে সোশালে ভাইরাল বেশকিছু ছবি ৷ ছবিতে দেখা যায় অরবিন্দের পরিবারের সঙ্গে কথা বলছেন অভিনেতা ৷ করজোড়ে প্রাথর্ণাও করছেন তাঁর আত্মার শান্তি কামনায় ৷ জানা গিয়েছে অরবিন্দ সূর্যর ফ্যানক্লাবের একজন সক্রিয় সদস্য় ছিলেন ৷ তাই তাঁর মৃত্যুর খবরে রীতিমতো ভেঙে পড়েন অভিনেতা ৷