পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Soumya Mukherjee: রানির সঙ্গে অভিনয় শাহরুখের থেকে প্রশংসায় উচ্ছ্বসিত সৌম্য, জানালেন ইটিভি ভারতকে - অসীমা ছিব্বা

অসীমা ছিব্বার পরিচালিত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে অনির্বাণ ভট্টাচার্যর ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্য়ায় ৷ ছবিতে কাজ করার অভিজ্ঞতা থেকে শুরু করে শাহারুখের প্রশংসা নিয়ে কথা বললেন ইটিভি ভারতের সঙ্গে ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 26, 2023, 9:29 AM IST

Updated : Mar 26, 2023, 11:12 AM IST

কলকাতা, 26 মার্চ: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'তে অভিনয় করে শাহরুখ খানের প্রশংসা পেয়েছেন তিনিও। তিনি সৌম্য মুখোপাধ্যায়। বাংলার অভিনেতা। হিন্দি থিয়েটার করলেও ছবিতে প্রথমবার অভিনয় করলেন তিনি। অসীমা ছিব্বার পরিচালিত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee Vs Norway)' ছবিতে অনির্বাণ ভট্টাচার্যর ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য। তাঁর চরিত্রের নাম অনুরাগ চট্টোপাধ্যায়। রানির সঙ্গে অভিনয় থেকে শুরু করে শাহরুখের কাছ থেকে প্রাপ্ত প্রশংসা এবং বাংলায় নতুন কাজ-সবকিছু নিয়ে ইটিভি ভারতের সঙ্গে দূরাভাষে আড্ডা দিলেন সৌম্য।

ইটিভি ভারত : শাহরুখ খানের কাছ থেকে প্রশংসা পেলেন প্রথম হিন্দি ছবিতেই। কেমন লাগছে ?
সৌম্য: উনি তো শুধু আমার প্রশংসা করেননি সবারই করেছেন। তার মধ্যে অনির্বাণ দা অন্যতম। আমি ওঁর অন্ধভক্ত। ঠিক যেমন শাহরুখ খানের আমি ভক্ত। উনিই তো শিখিয়েছেন কীভাবে প্রেমে পড়তে হয়, কীভাবে ছুটতে হয়, কীভাবে সংলাপ বলতে হয়, কীভাবে খেলতে হয়। ওঁর 'জোশ' ছবি দেখার পর তো আমরা পাড়ায় দু'টো দলে ভাগ হয়ে 'জোশ জোশ' খেলতাম। আমি যখন হিন্দি থিয়েটার করতে যাই তখন মন্নতের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। আমি ওঁর সব ছবি আমি দেখি। ওঁর ডকুমেন্টরি, শর্ট ফিল্ম, ইন্টারভিউ বাদ দিই না কিছুই। কত বড় মাপের মানুষ হলে এভাবে অন্যের প্রশংসা করতে পারে! উনি কোনওদিন জানতেও পারবেন না আমার এইসব অনুভূতির কথা। এই প্রসঙ্গে বলব, আমি রবি ঘোষেরও এমনই ফ্যান। এই সব অভিনেতারা আমাদের প্রজন্মের সকল অভিনেতারই অনুপ্রেরণা যারা কোনও ব্যাকিং ছাড়াই লড়াই করে কাজ করছে ইন্ডাস্ট্রিতে।

প্রশ্ন :অনির্বাণের সঙ্গে কাজ করার অনুভূতি?
সৌম্য:অসাধারণ। আমি তো 'মিথ্যে প্রেমের গান'-এও অভিনয় করলাম। ওঁর সঙ্গেই আমার বেশি সিন ছিল। অনির্বাণ দা কীরকম অভিনেতা তা ভাষায় প্রকাশ করা কঠিন।

প্রশ্ন:আর রানিসাহেবার সঙ্গে কাজের অভিজ্ঞতা?
সৌম্য: আরেব্বাবা। একটা গল্প বলব। আমাদের বাড়িতে কেবললাইন ছিল না। আমি লেখাপড়ায় ভালো ছিলাম। তাই রেজাল্ট যদি এদিক ওদিক হয়ে যায় তাই বাবা-মা বাড়িতে কেবল লাইন রাখেননি। মা স্বর্ণযুগের ছবি দেখতে ভালোবাসতেন। তবে, আমার মা আমাকে হলে নিয়ে গিয়ে হিন্দি সিনেমা দেখাতেন। 'কুছ কুছ হোতা হ্যায়' মা আমাকে হলে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন। বাবাকে বলেননি। সিনেমাটা দেখে আসার পর আমি বাস্কেটবল খেলতে শুরু করি একদিন। আর ব্যস। বাবা বুঝে যায়। আর রক্ষে ছিল না সেদিন আমার। যেহেতু মিশনারি স্কুলে পড়তাম তাই ইংরেজি সিনেমা দেখানো হত। কিন্তু সেবার স্কুলে 'ব্ল্যাক' দেখানো হয়েছিল। আমি তখন থেকেই রানি মুখোপাধ্যায়ের অনেক বড় ফ্যান। কিন্তু এসব কথা আমি শ্যুটিংয়ের আগে ওঁকে বলিনি। পরে বলেছি। আমি শ্যুটিংয়ের আগে কোনও প্রেসার অনুভব করিনি। আর উনি নিজে ভীষণ সহজ একজন মানুষ। ভীষণ মোটিভেটেড করেন মানুষকে। ফলে কাজটা সহজ হয়ে গিয়েছিল। উনি আমার সঙ্গে বাংলায় কথা বলতেন। অসীমা ছিব্বার এবং রানি মুখোপাধ্যায় দু'জনের কাছ থেকেই অনেকটা শিখে ফিরলাম। দুর্দান্ত অভিজ্ঞতা।

প্রশ্ন: বাংলায় নতুন কাজের খবর?
সৌম্য: 'চিনি-2'র কাজ চলছে। তথাগত মুখোপাধ্যায়ের 'গোপনে মদ ছাড়ান' অনেক ফেস্টিভ্যালে ঘুরছে, প্রশংসা পাচ্ছে। এবার রিলিজের অপেক্ষা। তথাগত দা'রই 'পারিয়া'র শ্যুটিং শুরু হবে এপ্রিলের শেষে।
প্রশ্ন: টেলিভিশনে আর কাজ করবেন না?
সৌম্য: ভালো কোনও চরিত্র পেলে নিশ্চয়ই করব। অনেককিছু শিখেছিলাম 'ময়ূরপঙ্খী'র সময়।
প্রশ্ন: আর থিয়েটার?
সৌম্য: ক'দিন বন্ধ আছে। শ্রুতিনাটক করছি ডিজিটাল প্ল্যাটফর্মে। বাংলা, হিন্দি দু'টো ভাষাতেই।
প্রশ্ন:অভিনেতাদের মধ্যে পরিচালক হওয়ার সুপ্ত বাসনা থাকে। অনেকে পরিচালনা করেনও। আপনার ইচ্ছে আছে?
সৌম্য: এখনই ইচ্ছে নেই। আরেকটু অভিনয়টা করতে হবে। এই প্রসঙ্গে আমি বলব, আমি অনির্বাণ দা'র পরিচালনার খুব বড় ফ্যান। খুব গুণী মানুষ। পরিচালক হিসেবে নিজেকে অনেকটা উজাড় করে দেন। অনীক দা (দত্ত), অনিন্দ্য দা (চট্টোপাধ্যায়)ও তাই। সুতরাং ওই ডেডিকেশন নিজের মধ্যে না-আসা পর্যন্ত পরিচালনায় আসব না।

প্রশ্ন:টলিউডের কোন পরিচালকের সঙ্গে কাজ করার বাসনা রয়েছে যাঁর সঙ্গে এখনও কাজ করা হয়নি?
সৌম্য: সবে তো শুরু করলাম। এই প্রশ্নের উত্তর আরও কয়েক বছর পর দিতে পারব।

Last Updated : Mar 26, 2023, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details