বেঙ্গালুরু, 13 জুন: মাদক মামলায় এ বার পুলিশের জালে বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর (Shraddha Kapoor brother arrested)৷ তাঁকে বেঙ্গালুরুর একটি পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার রাতে ওই পার্টিতে বেআইনি মাদক সেবনের অভিযোগে তাঁকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ (anti drugs case)৷
গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাতে এমজি রোডের একটি হোটেলে হানা দেয় পুলিশ ৷ সেখানেই সেই পার্টি চলছিল ৷ সেখান থেকে উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ হোটেলের 35 জন অতিথির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে ৷ তাঁদের মধ্যে যে 6 জনের মাদক সেবনের প্রমাণ মিলেছে তাঁদের মধ্যে রয়েছেন সিদ্ধান্ত ৷