নয়াদিল্লি, 9 মার্চ:পাপ্পু পেজার আজ স্তব্ধ ৷ 'ক্যালেন্ডার খানা দো' বলে হাজার বার ডাকলেও সাড়া নেই ক্যালেন্ডারের ৷ চলচ্চিত্রপ্রেমীদের চোখের জলে ভিজিয়ে মাত্র 66 বছর বয়সেই থামল বলিউডের বর্ণময় চরিত্র সতীশ কৌশিকের জীবনযাত্রা (Satish Kaushik Demise)৷ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর মৃত্যুর আকস্মিক সংবাদ সমগ্র ভারতীয় চলচ্চিত্র শিল্প জুড়ে শোকের আবহ সৃষ্টি করেছে ৷
চলচ্চিত্র শিল্পে সতীশ কৌশিকের (Satish Kaushik passes away) অবদান অপরিসীম । তিনি শুধু একজন প্রতিভাবান অভিনেতাই ছিলেন না, একজন বলিষ্ঠ লেখক, পরিচালক এবং প্রযোজকও ছিলেন । তাঁর অসাধারণ বহুমুখিতা এবং ক্যারিশমা প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মোহিত করে রেখেছে ৷ তাঁর প্রতিটি ভূমিকায় হাস্যরস এবং উষ্ণতা ছড়িয়ে দেওয়ার অনন্য ক্ষমতা ছিল ।
'মি. ইন্ডিয়া'র ক্যালেন্ডারই হোক বা 'দিওয়ানা মাস্তানা'-তে পাপ্পু পেজার - এক একটা কমিক চরিত্রকে অসাধারণ অভিনয়ে ফুটিয়ে তুলেছেন তিনি, নিজের পরিচয় ছাপিয়ে গিয়ে সেই চরিত্রগুলিকে যেন নিজের দখলে করে নিয়েছেন সতীশ ৷ তাঁর অভিনয় সবসময় দর্শকদের মনে ছাপ ফেলে গিয়েছে ৷
1956 সালে 13 এপ্রিল হরিয়ানার মহেন্দ্রগড়ে জন্ম গ্রহণ করেন সতীশ ৷ ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি তাঁর গভীর ভালোবাসা । তিনি 1972 সালে দিল্লির কিরোরি মল কলেজ থেকে স্নাতক হন এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তন ছাত্র ছিলেন ।
কর্মজীবন শুরু মঞ্চ অভিনেতা হিসেবে ৷ দিল্লিজুড়ে বহু থিয়েটারে অভিনয় করেছেন তিনি ৷ এরপর শুরু হয় তাঁর বলিউড সফর ৷ তাঁর প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ আসে 1983 সালে ৷ 'মাসুম' চলচ্চিত্রে একটি ছোট অথচ স্মরণীয় চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ তিনি 80 এবং 90 এর দশকে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন ৷ যেগুলির মধ্যে 'রাম লখন' এবং 'রূপ কি রানি চোরোঁ কা রাজা' এর মতো ক্লাসিকও রয়েছে ।