পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Satish Kaushik Demise: শুধু প্রতিভাধর নন, আদ্যন্ত ভদ্রলোক ও উপকারী বন্ধু ছিলেন সতীশ কৌশিক - সতীশ কৌশিক

চলে গেলেন বলিউডের প্রবীণ অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik Demise)৷ তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র শিল্পে ৷ তাঁর প্রয়াণ ইন্ডাস্ট্রির জন্য অপুরণীয় ক্ষতি বলে মত সিনেপ্রেমীদের (Satish Kaushik passes away)৷

Satish Kaushik Demise ETV Bharat
সতীশ কৌশিক

By

Published : Mar 9, 2023, 1:34 PM IST

নয়াদিল্লি, 9 মার্চ:পাপ্পু পেজার আজ স্তব্ধ ৷ 'ক্যালেন্ডার খানা দো' বলে হাজার বার ডাকলেও সাড়া নেই ক্যালেন্ডারের ৷ চলচ্চিত্রপ্রেমীদের চোখের জলে ভিজিয়ে মাত্র 66 বছর বয়সেই থামল বলিউডের বর্ণময় চরিত্র সতীশ কৌশিকের জীবনযাত্রা (Satish Kaushik Demise)৷ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ তাঁর মৃত্যুর আকস্মিক সংবাদ সমগ্র ভারতীয় চলচ্চিত্র শিল্প জুড়ে শোকের আবহ সৃষ্টি করেছে ৷

চলচ্চিত্র শিল্পে সতীশ কৌশিকের (Satish Kaushik passes away) অবদান অপরিসীম । তিনি শুধু একজন প্রতিভাবান অভিনেতাই ছিলেন না, একজন বলিষ্ঠ লেখক, পরিচালক এবং প্রযোজকও ছিলেন । তাঁর অসাধারণ বহুমুখিতা এবং ক্যারিশমা প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মোহিত করে রেখেছে ৷ তাঁর প্রতিটি ভূমিকায় হাস্যরস এবং উষ্ণতা ছড়িয়ে দেওয়ার অনন্য ক্ষমতা ছিল ।

'মি. ইন্ডিয়া'র ক্যালেন্ডারই হোক বা 'দিওয়ানা মাস্তানা'-তে পাপ্পু পেজার - এক একটা কমিক চরিত্রকে অসাধারণ অভিনয়ে ফুটিয়ে তুলেছেন তিনি, নিজের পরিচয় ছাপিয়ে গিয়ে সেই চরিত্রগুলিকে যেন নিজের দখলে করে নিয়েছেন সতীশ ৷ তাঁর অভিনয় সবসময় দর্শকদের মনে ছাপ ফেলে গিয়েছে ৷

1956 সালে 13 এপ্রিল হরিয়ানার মহেন্দ্রগড়ে জন্ম গ্রহণ করেন সতীশ ৷ ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি তাঁর গভীর ভালোবাসা । তিনি 1972 সালে দিল্লির কিরোরি মল কলেজ থেকে স্নাতক হন এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তন ছাত্র ছিলেন ।

কর্মজীবন শুরু মঞ্চ অভিনেতা হিসেবে ৷ দিল্লিজুড়ে বহু থিয়েটারে অভিনয় করেছেন তিনি ৷ এরপর শুরু হয় তাঁর বলিউড সফর ৷ তাঁর প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ আসে 1983 সালে ৷ 'মাসুম' চলচ্চিত্রে একটি ছোট অথচ স্মরণীয় চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ তিনি 80 এবং 90 এর দশকে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন ৷ যেগুলির মধ্যে 'রাম লখন' এবং 'রূপ কি রানি চোরোঁ কা রাজা' এর মতো ক্লাসিকও রয়েছে ।

আরও পড়ুন:ক্যালেন্ডারের পাতা ফুরোল ! প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক

কিন্তু 1987 সালের তুমুল জনপ্রিয় ফিল্ম 'মিস্টার ইন্ডিয়া' সতীশ কৌশিককে টিনসেল টাউনে একটা আলাদা জায়গা করে দেয় ৷ অনিল কাপুরের পাশাপাশি সতীশ কৌশিকের চরিত্রটি অভিনয়ের জোরে দর্শকদের মনে পাকা আসন করে নিয়েছে ৷ মিস্টার ইন্ডিয়া সর্বকালের সবচেয়ে প্রিয় হিন্দি চলচ্চিত্রগুলির অন্যতম ৷

একজন অভিনেতা হিসেবে সতীশের সাফল্য লেখক, পরিচালক এবং প্রযোজক হিসেবে তার কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যায় । কাল্ট ক্লাসিক 'জানে ভি দো ইয়ারো'-র চিত্রনাট্য লিখেছেন সতীশ ৷ 'রূপ কি রানি চোরোঁ কা রাজা' এবং 'হাম আপকে দিল মে রেহতে হ্যায়'-এর মতো হিট ছবি পরিচালনা করেছেন । এছাড়াও তিনি 'তেরে নাম' এবং 'মিলেঙ্গে মিলেঙ্গে'সহ বেশ কয়েকটি সফল চলচ্চিত্র নির্মাণ করেন ।

তাঁর অভিনয় দক্ষতার বাইরেও সতীশ কৌশিক ছিলেন অত্যন্ত নম্র ও সহানুভূতিশীল একজন মানুষ । তিনি ইন্ডাস্ট্রির অনেক তরুণ অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের পরামর্শদাতা হিসাবেও পরিচিত ছিলেন ৷ সবার জন্য সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তিনি ৷ বছরের পর বছর ধরে, সতীশ ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য অসংখ্য পুরস্কার এবং প্রশংসা পেয়েছেন । প্রয়াত অভিনেতা তার 'সাজন চলে সাসুরাল' চলচ্চিত্রের জন্য 1997 সালে শ্রেষ্ঠ কমিক অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন এবং তার আগে, তিনি 1990 সালের 'রাম লখন' চলচ্চিত্রের জন্য একই বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জেতেন ৷

1985 সালে শশী কৌশিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সতীশ কৌশিক । 1996 সালে তাঁর ছেলে শানু কৌশিকের মাত্র দুই বছর বয়সে মৃত্যু হয় । 2012 সালে তাঁর মেয়ে বংশিকা একজন সারোগেট মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করেন ।

ABOUT THE AUTHOR

...view details